AMD Ryzen 7000: অনেক দিন ধরেই এই প্রসেসর নিয়ে পরীক্ষা চালাচ্ছিল AMD। এবার কম্পিউটেক্স ২০২২-তে কোম্পানির নতুন ফাস্ট ডেস্কটপ প্রসেসরের বিষয়ে খোলসা করল কোম্পানি। শীঘ্রই বাজারে আসতে চলেছে AMD-র 'জেনারেশন 4' মাইক্রোআর্কিটেকচার  Ryzen 7000 সিরিজ ডেস্কটপ প্রসেসর।


COMPUTEX 2022: কেন এই চিপসেট নিয়ে এত জল্পনা ?
5 nm নোডে তৈরি করা হয়েছে এই প্রসেসর। নতুন ডেস্কটপ প্রসেসরে 600-সিরিজ চিপসেট বেস মাদারবোর্ডের সাথে একটি AM5 সকেটও থাকবে। এছাড়াও নতুন নোটবুক ডিজাইন, রাইজেন "মেন্ডোকিনো" ও মাইক্রোসফ্টের ডাইরেক্ট স্টোরেজ এপিআই দেখতে পাওয়া যাবে এতে।  AMD Ryzen 7000 সিরিজের প্রসেসরগুলি আনুষ্ঠানিকভাবে Fall 2022-এ চালু হবে, যেটি বছরের চতুর্থ ত্রৈমাসিকের শেষের দিকে লঞ্চ করা হবে।


AMD RYZEN 7000 সিরিজ ডেস্কটপ প্রসেসর:
AMD Ryzen 7000 সিরিজের CPUs এ AMD এর নতুন "জেনারেশন 4" মাইক্রোআর্কিটেকচার থাকবে যা সিঙ্গল-থ্রেডেড পারফরম্যান্সে 15 শতাংশেরও বেশি দ্রুত পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিতে সক্ষম। AMD Ryzen 5950X (16-core) এর Cinebench R23 স্কোরের সঙ্গে একটি ডুয়াল-চ্যানেল DDR4-3600CL16 মেমরি কনফিগারেশন থাকবে। বলা হয়, পিক ক্লক 
স্পিডও 5 GHz অতিক্রম করবে এই প্রসেসর। এই চিপসেটের মধ্যেই থাকবে AI। AMD Ryzen 7000 সিরিজের প্রসেসর, 2x চিপলেট বা সিসিডি (কোর কমপ্লেক্স ডাইস) পর্যন্ত ডেস্কটপ প্রসেসর সহ চিপলেট ডিজাইনের উপর নির্ভর করবে।


AMD Ryzen 7000: শোনা যাচ্ছে, কম দামে এই প্রসেসর বাজারে আনতে চলেছে এমএমডি। যার ফলে বাজারে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়তে পারে ইন্টেল। কারণ আমেরিকার এই কোম্পানির চিপসেটের দাম এএমডির তুলনায় অনেক বেশি। সেই কারণে নিত্যদিন বেড়েই চলেছে এএমডি কম্পিউটার বা ল্যাপটপের চাহিদা। অনেক ক্ষেত্রেই ইন্টেলের পরিবর্তে এমএমডি প্রসেসর যুক্ত ডিভাইসের দিকে ঝুঁকছেন ইউজাররা।   


আরও পড়ুন : Prepaid Tariff Hike: ফের বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম, এয়ারটেল, জিও, ভি নেবে সিদ্ধান্ত