হিন্দোল দে ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বিজয়গড়ে (Bijaygarh) নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মাথার পিছনে রয়েছে গভীর ক্ষত। খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি পরিবার। 


এক ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে সাতসকালে উত্তেজনা ছড়াল বিজয়গড়ে (Bijaygarh) । শুক্রবার সকালে, কলকাতা পুরসভার ৯৫ নং ওয়ার্ডে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথার পিছনে রয়েছে গভীর ক্ষত উপুড় হয়ে পড়ে দেহ। ব্যক্তির পরনে ছিল শুধুমাত্র একটি হাফপ্যান্ট। পুলিশ সূত্রে খবর, নিহত চিরঞ্জিৎ দত্ত গল্ফগ্রিনের রিজেন্ট কলোনির বাসিন্দা। 


দেহের পাশে পড়েছিল গোছা গোছা চুল: পরিবারের দাবি,বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন চিরঞ্জিৎ। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছেন বলে ফোনে জানান তিনি। তারপর থেকেই আর ফোন তোলেননি। পুলিশ সূত্রে খবর, দেহের পাশে পড়েছিল গোছা গোছা চুল। যা দেখে সন্দেহ করা হচ্ছে, ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। 


মৃতের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, তাঁকে ওই এলাকায় আগে কখনও দেখা যায়নি। বিজয়গড়ের এক বাসিন্দা টুমা দাসের কথায়, আগে এখানে নেশা করত। এখন করে না। মিস্ত্রিরা থাকে। বাড়ির সামনে এইসা কাণ্ড। কী আতঙ্ক বাবা!


গল্ফগ্রিন থানার পুলিশ দেহ উদ্ধার করে। হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। নির্মীয়মাণ ফ্ল্যাটের কয়েকজন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।