কলকাতা: রাতের শহরে ফের মোটরসাইকেল দুর্ঘটনা (Motorbike Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড রেল এবং পরে ডিভাইডারে ধাক্কা মোটরসাইকেল আরোহীর। দুর্ঘটনায় (Kolkata Motorbike Accident) গুরুতর আহত হয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


বুধবার রাতে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১টা নাগাদ মোটরসাইকেল নিয়ে উড়ালপুলে উঠছিলেন আরোহী। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলন আরোহী। তাতে প্রথমে রাস্তার ধারে গার্ড রেলে ধাক্কা মারে মোটরসাইকেলটি। তার পর ডিভাইডারেও গিয়ে ধাক্কা মারে।


ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত ওই মোটরসাইকেলের আরোহীকে। তাঁর নাম মহম্মদ জাকির হোসেন। বয়স ৩২ বছর। এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ার সেন্টারে(Trauma Care Centre) ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


এর আগে, সপ্তাহ তিনেক আগে রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বেহালায়। সেখানে রায়বাহাদুর রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরসাইকেলআ রোহীর। দুর্ঘটনায় মাথা থেঁতলে যায় তাঁর। মৃত ব্যক্তির মাথায় হেলমেট ছিল না এবং লরিটিও দুরন্ত গতিতে ছুটে আসছিল বলে সেই সময় জানান প্রত্যক্ষদর্শীরা। এ ছাড়াও রাতের শহরে প্রায়শই দুর্ঘটনার খবর সামনে আসে।


আরও পড়ুন: Road Reconstruction: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাস্তা সংস্কার টালিগঞ্জে


শবর জুড়ে এই গতির শিকার হওয়া থেকে মানুষকে রক্ষা করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে। রাস্তার ধারে গতিবেগ নির্ধারণ যন্ত্র বসানো থেকে শুরু করে পুলিশি টহল, সব ব্যবস্থাই করা হয়েছে। চলছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার অভিযানও। এমনকি গাড়ি চালানোর সময় যাতে ঘুমে চোখ বুজে না আসে, তার জন্য কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জনদের লরি চালকদের হাতে চা-বিস্কিট তুলে দেয়ার দৃশ্যও ধরা পড়েছে। তাতেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।