ঝিলম করঞ্জাই, কলকাতা: জ্বর-সর্দি-কাশির মরসুমে এবার বিপজ্জনক ব্যাকটেরিয়ার হানা। শহরে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস নিমোনিয়াই-এর সংক্রমণ। এই ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। তাই জ্বর হলে অবহেলা করবেন না, পরামর্শ চিকিৎসকদের।                                  


শীতের বিদায়বেলায় খামখেয়ালি আবহাওয়া, দিনের বেলা ঘাম ঝরানো গরম। এদিকে, রাতে শিরশিরে ঠান্ডা। এই মরসুমে ঘরে ঘরে জ্বর, ঠান্ডা লাগা, কাশি, সর্দি লেগেই রয়েছে। অনেকেই ভাবছেন ভাইরাল ফিভার, চেনাজানা ওষুধেই রোগ সেরে যাবে। কিন্তু ভুলেও এই ভুল করবেন না।                                          


কারণ, জাল ছড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস নিমোনিয়াই। চিকিৎসকরা বলছেন, কলকাতায় যাঁরা জ্বর, সর্দি, কাশি, কিম্বা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশেরই অসুখের পিছনে রয়েছে এই বিশেষধরণের ব্যাকটেরিয়া।                                 


আবহাওয়া পরিবর্তন। চিকিৎসকরা বলছেন ব্যাকটেরিয়া জনিত কারণে হচ্ছে জ্বর। নিউমোনিয়া হচ্ছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তী বলেন, "এই রোগী পাচ্ছি। সংক্রমণ বাড়ছে। অনেকেই আইসিইউ যাচ্ছে। কী কী সিম্পটম। যে ওষুধ দিচ্ছি, সেটা সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিকে কমছে। 


আরও পড়ুন, 'মনে রাখবেন, মোদির ওপরই ভরসা দেশবাসীর, মিথ্যে অভিযোগ করে লাভ নেই', সাফ বার্তা প্রধানমন্ত্রীর   


বিশেষজ্ঞরা বলছেন, মূলত, ড্রপলেট, হাঁচি, কাশির মাধ্যমেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ঢুকে যাচ্ছে এই ব্যাকটেরিয়া। সাধারণ অ্যান্টিবায়োটিকে সামাল দেওয়া যাচ্ছে না এই রোগকে। তাই, বাড়তি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। বাড়ির কেউ আক্রান্ত হলে, তাঁকে একটি ঘরে আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।                                       


সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতার বেসরকারি হাসপাতালের আইসিইউগুলিতে অন্তত ২০ জন এই বিশেষপ্রকার ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি।