নয়া দিল্লি: এবার মোদির (Narendra Modi) মুখেও সুরক্ষাকবচ? এদিন আদানি বিতর্কের (Adani Issue) মধ্যেই লোকসভায় (Loksabha) বাজেট অধিবেশন (Budget Session) শুরু হয়। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি থেকে সন্ত্রাসের প্রসঙ্গ টেনে নমোর সাফ বার্তা, 'মনে রাখবেন, মোদির ওপরই ভরসা দেশবাসীর'। 


এদিন লোকসভায় আর কী কী বলেছেন নরেন্দ্র মোদি? '১৪০ কোটি দেশবাসীর ভরসাই আমার সুরক্ষাকবচ', আদানি নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব মোদির। তিনি এও বলেন, 'মোদিকে গালাগালি করলেই লাভ হবে বলে মনে করেন অনেকে। মনে রাখবেন, মোদির ওপরই ভরসা দেশবাসীর। মোদির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে কোনও লাভ নেই। কিছু লোক নিজের জন্য, পরিবারের স্বার্থে কাজ করেন। মোদি সারা দেশের পরিবারের জন্য কাজ করেন', আদানি নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব মোদির।                                      


অন্যদিকে, আদানি নিয়ে তোলপাড় সংসদ, নাম না করে জবাব দিলেন মোদি। দুর্নীতি নিয়ে ইউপিএ জমানার প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণে প্রধানমন্ত্রী। নাম না করে রাহুলকে হতাশাগ্রস্ত বলে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। মোদি বলেন, 'আগে বড় বড় দুর্নীতি থেকে মুক্তি চাইত দেশ। আজ সত্যিই দুর্নীতি থেকে মুক্তি পাচ্ছে দেশ। দেশের সর্বত্র আশার আলো, কিন্তু কিছু লোক এখনও হতাশায় ডুবে আছেন। যাঁর যেমন ভাবনা, তেমনটাই দেখেন তিনি', নাম না করে আদানি-বিতর্কে রাহুলকে জবাব প্রধানমন্ত্রীর । মোদির ভাষণের সময় 'আদানি-আদানি' স্লোগানও তোলেন বিরোধীরা।         


আরও পড়ুন, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে: মোদি


পাশাপাশি এজেন্সি নিয়ে বিরোধীদের আক্রমণ করেন নরেন্দ্র মোদির। নির্বাচন, ইডি প্রসঙ্গে সংসদে কড়া জবাব প্রধানমন্ত্রীর। তিনি বলেন, 'গণতন্ত্রে সমালোচনা দরকার। কিন্তু গত ৯ বছর ধরে শুধুই অভিযোগ আর অভিযোগ বিরোধীদের। ভোটে হারলে ইভিএমের দোষ। এজেন্সিকে গালাগালি, এমনকী সেনাকেও অপমান করেছে। তবে, ইডি-কে ধন্যবাদ জানানো দরকার বিরোধীদের। কারণ ইডি-ই বিরোধীদের একমঞ্চে এনেছে। ভোটাররা যা করতে পারেননি, ইডি তাই করে দেখিয়েছে', আদানি উত্তাপের মাঝেই বিরোধীদের নিশানা মোদির।