কলকাতা: একই ঘটনা। একই আতঙ্ক। মাঝে শুধু আড়াই বছরের ফারাক। রাতের বেলা বাড়িতে ফাটল ধরায় প্রবল আতঙ্ক বউবাজার (bowbazar) এলাকায়। কাছেই মেট্রো রেলের (Metro Rail) কাজ চলছে। সেই কারণেই এমন ফাটল বলে অভিযোগ করছেন বাসিন্দারা।  


এলাকায় আতঙ্ক:
আগের বার বহু বাড়িতে ফাটল (CracK) দেখা গিয়েছিল। ধসে পড়েছিল বাড়ি। সেই ঘটনা আতঙ্ক বাড়িয়েছে। পুরনো ঘটনার কথা মনে করেই রাতেই আতঙ্কে বাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকক্ষণ পর্যন্ত এলাকায় কোনও ইঞ্জিনিয়ারের দেখা মেলেনি বলে অভিযোগ। শুধু বাড়ি নয়, রাস্তাতেও ফাটল দেখা গিয়েছে। ব্যাগ নিয়ে বাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দা। একের পর এক বাড়ি থেকে জামাকাপড় গুছিয়ে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। একজনকে বাড়ির পেডেস্টাল ফ্যান নিয়ে যেতে দেখা যায়। ফাটল দেখা যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত মেট্রোর আধিকারিকদের দেখা মেলেনি বলে দাবি। পরে মেট্রোর আধিকারিকরা আসেন। যেখানে যেখানে ফাটল দেখা গিয়েছে, সেখানে ঘুরে দেখেন তিনি। স্থানীয়দের দাবি, মেট্রোর এক ইঞ্জিনিয়ার বলেছেন পরিচয়পত্র নিয়ে বাড়ি থেকে বেরোতে। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে, তা বলা হয়নি বলে অভিযোগ। 


কী বলছেন বাসিন্দারা:
একটি বাড়ির মালিক বলেন, 'এর আগে বাড়ি থেকে বের করে দিয়েছে। আগে টাকা দেয়নি। আমি বেরবো না। মরলে বাড়িতেই মরব।' আগের মতোই এক ঘটনা ঘটেছে। মেট্রো কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেই। এরা এখন বের করে দেবে, ক্ষোভ ওই ব্যক্তির। স্থানীয় এক মহিলা মানসী ভুঁইয়া বলেন, 'কাজ থেকে ফিরে এসে দেখেছি বাড়ির ফাটল। এখন বলছে বেরিয়ে যাও। লোকজন বেরিয়েছে। জিনিস তো সব ভিতরেই রয়েছে। শুধু প্রয়োজনীয় কিছু নথি নিয়ে বেরিয়ে এসেছি।' কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এক বৃদ্ধাকে। তিনি বলেন, 'সব শেষ করে দিল। কোথায় যাব জানি না।' ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে লোকজনকে বের করার কথা বলছে পুলিশ।


এলাকায় কাউন্সিলর:
স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, 'সন্ধের পর থেকে ফাটল বাড়ছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে।' মেট্রোর ইঞ্জিনিয়ার কেন নেই, সেই প্রশ্ন তুলেছেন কাউন্সিলর। 

মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস:
কেএমআরসিএল-এর জিএম (অ্যাডমিন) এ কে নন্দী বলেন, 'মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যাচ্ছে। সব দিক খতিয়ে দেখা হবে।' ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সবরকম সাহায্য করা বলে আশ্বাস দিয়েছেন তিনি।


আরও পড়ুন:  বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, আড়াই বছর পর ফের আতঙ্ক, কাঠগড়ায় মেট্রো কর্তৃপক্ষ