কলকাতা: কলকাতায় (Kolkata) ফের যকের ধন, বান্ডিল বান্ডিল নোটের হদিশ। বউবাজারে (Bowbazar) গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে উদ্ধার ৫০ লক্ষ টাকা। বড়বাজারের পর বউবাজার, কয়েকদিনে প্রায় দেড় কোটির হদিশ। ৫০ লক্ষ-সহ পিকনিক গার্ডেন, সোনারপুরের ২জন গ্রেফতার। ব্যাগে করে ৫০ লক্ষ নিয়ে যাওয়ার সময় গুন্ডা দমন শাখার অভিযান। ২ হাজার, ৫০০ টাকার নোটে ৫০ লক্ষ-সহ ২জন গ্রেফতার। এত টাকা, কার কাছে, কি উদ্দেশ্যে যাচ্ছিল? তদন্তে পুলিশ। হাওয়ালার টাকা কিনা, খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।


বান্ডিল বান্ডিল নোটের হদিশ: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের জোড়া ফ্ল্যাট, গার্ডেন রিচ, শিবপুর, মালদা, হাওড়া স্টেশন, খড়দা, বড়বাজারের পর এবার বউবাজার। রাজ্যে ফের হদিশ মিলল যকের ধনের। এদিন গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গুন্ডা দমন শাখা তল্লাশি চালায়। ধৃত ওই দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিল। ওই দুই ব্যক্তিকে আটক করা হয় প্রথমে। এরপর তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার মধ্যে বেশিরভাগই হল ৫০০ টাকার নোটের বান্ডিল, রয়েছে ২ হাজার টাকার নোটও। বাজেয়াপ্ত করা হয়েছে ওই টাকাও। কোথায় থেকে এল টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?  তদন্ত শুরু করেছে পুলিশ। 


পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কেন্দ্রীয় গোয়েন্দারা ৫০ কোটি টাকা উদ্ধার করেছিলেন। গার্ডেন রিচে আমির খানের বাড়িতে খাটের নীচ থেকে মিলেছিল ১৭ কোটি টাকা। শিবপুরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের কাছ থেকে ৮ কোটি টাকা উদ্ধার হয়েছিল। এর আগে চলতি মাসেই বড়বাজার চত্বর থেকে উদ্ধার হল হাওয়ালা চক্রের ৫৯ লক্ষ ৭৬ হাজার ২০০ টাকা। হাওয়ালার চক্রীদের খোঁজে, বড়বাজার চত্বরের আশপাশে মহত্মা গাঁধী রোড, রবীন্দ্রসরণির বিভিন্ন জায়গায় হানা দেয় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। প্রথমে আমড়াতলা স্ট্রিট থেকে রজত আশ নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে মেলে ৯ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা। কিন্তু, কোনও নথি দেখাতে পারেননি তিনি। এরপর তাঁকে জেরা করে বিজয় শর্মা নামে আর একজনের কথা জানা যায়। তাঁর কাছ থেকে মেলে প্রায় ১০ লক্ষ টাকা। তারপর প্রদীপ চক্রবর্তী নামে আরও একজনের কাছ থেকে ১২ লক্ষ ৪১ হাজার টাকা এবং গৌরবকুমার প্রজাপতির কাছ থেকে ১৫ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।


আরও পড়ুন: Jalpaiguri News: বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হল গৃহকর্তার কান