কলকাতা: ভরদুপুরে ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এ বারের ঘটনাস্থল শিয়ালদার বিআর সিং হাসপাতাল (BR Singh Hospital Fire)। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি। তবে রোগীর পরিবারদের চোখেমুখে আতঙ্কের ছায়া লক্ষ্য করা যায় (Kolkata News)।
আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবার থেকে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদের সকলে
মঙ্গলবার দুপুরে আচমকা ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, হাসপাতালের আপদকালীন বিভাগে কাছেই আগুন লাগে। এবং তা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আচমকা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবার থেকে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদের সকলে। আপদকালীন বিভাগের বাইরে বেরিয়ে আসেন চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা।
খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগ। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয় সেখানে। হাসপাতাল চত্বরে বসানো হয় হোসপাইপ। জানলার গ্রিলের মধ্যে দিয়ে পাইপ ঢোকানো হয় ভিতরে। তার পর পুরোদমে কাজে নেমে পড়েন দমকল বিভাগের কর্মীরা। হাসপাতালের কর্মীদের সকলকে বাইরে বের করে দেওয়া হয়। কী থেকে আগুন ছড়ায়, শর্ট সার্কিট নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Birbhum News:রাতের গভীরে খুটখাট শব্দ, খুঁজতে গিয়ে পরিত্যক্ত বহুতল থেকে হাড়গোড় উদ্ধার বাঁকুড়ায়
এ দিন অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে যেমন দমকলবাহিনী পৌঁছয়, তার পাশাপাশি এসে পৌঁছয় রেল পুলিশের একটি দলও। এন্টালি থানার একটি দলও পৌঁছয় হাসপাতালে। রোগী এবং সকলের সুরক্ষার বিষয়টিতে প্রাধান্য দেওয়া হয় মূলত। যাতে উত্তেজনা না ছড়ায়, সে দিকেও নজর দেওয়া হয়। কোথাও যাতে কোনও সমস্যা না থেকে যায়, তা-ও দেখা হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল এবং পুলিশকে সবরকম সহযোগিতা করেন হাসপাতাল কর্তৃপক্ষ
হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায়। এক রোগীর পরিবারের সদস্য বলেন, "পাঁচ তলায় ভর্তি আছেন আমার মা। আতঙ্কিত তো হবই! এ ভাবে আগুন লাগলে কী করে হবে। আগুন দেখেনি, তবে ধোঁয়া বেরোতে দেখি। দমকলের গাড়ি ঢুকতে দেখে নিচে নেমে আসি।" তবে এই ঘটনায় অপ্রীতিকর কিছু ঘটেনি এ দিন। বরং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল এবং পুলিশকে সবরকম সহযোগিতা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।