কলকাতা: চিৎপুরের ব্যবসায়ীকে অপহরণ করে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি। বিহারের গয়া থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। অভিযোগ, অ্যান্টিক জিনিস চেনাতে হবে বলে টোপ দিয়ে পাইকপাড়ার ওই ব্যবসায়ীকে ডাকা হয়। বাড়িতে ফোন করে চাওয়া হয় চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ। ২৫ জুলাই চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়। চিৎপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা অভিযান চালিয়ে ৩ দিনের মাথায় গয়া থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে। একজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, অপহরণ চক্রের নেপথ্যে রয়েছে বিহারের কোনও গ্যাং। চারজন যুক্ত বলে অনুমান। ধৃতকে জেরা করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
কলকাতা পুলিশের সূত্রের খবর, মোবাইল ফোনের লোকেশনের সূত্র ধরে হানা দেওয়া হয়েছিল। বিহারের কোনও অপরাধীদের গ্যাং এই অপরাধের পিছনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কলকাতার চন্দ্রনাথ সিমলাই লেনের বাসিন্দা ব্যবসায়ী মোহন চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে তিনি গয়া যান। তারপরই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এরই মধ্যে মুক্তিপণ দাবি করে ফোন আসে বাড়িতে। গত ২৫ জুলাই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীর মেয়ে। তারপরেই তদন্তে নামে পুলিশ।
ব্যবসায়ীর পূর্ব পরিচিত টিঙ্গু পাসোয়ান এবং আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেন ব্যবসায়ীর মেয়ে। তদন্তে নেমে মোবাইল টাওয়ার লোকেশনের সাহায্য নেয় পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিযোগের ৩ দিনের মাথায় গয়া থেকে ব্যবসায়ীকে উদ্ধার করল চিৎপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। মোবাইল লোকেশন দেখে প্রথমে গয়া রেল স্টেশনে পৌঁছয় পুলিশ। প্রথমে এক ব্য়ক্তিকে আটক করা হয়। তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করে খুঁজে পাওয়া যায় ওই ব্য়বসায়ীকে।
পুলিশের অনুমান, অপহরণ চক্রের নেপথ্যে রয়েছে বিহারের কোনও গ্যাং। অপহরণের ঘটনায় চারজন জড়িত। ব্যবসার পাশাপাশি, অ্যান্টিক নিয়ে কাজ করতেন ব্যবসায়ী। পুলিশের অনুমান, অ্যান্টিক জিনিস চেনানোর টোপ দিয়ে ব্যবসায়ীকে ডাকা হয়েছিল বা তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল গয়ায়।
গয়ায় পৌঁছনোর পরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাঙ্ক-তথ্য হাতিয়ে সাফ ১ কোটি টাকা! পুলিশের জালে MBA পাশ যুবক