ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : অধ্যক্ষ বদলি ঘিরে ফের চাপানউতোর আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College)। সোমবার স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, আরজি কর মেডিক্যালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলনায় অনেক নিচু পদে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের (Murshidabad Medical College) অর্থোপেডিক বিভাগের অধ্যাপক পদে বদলি করা হল। তাঁর জায়গায় অধ্যক্ষ পদে বসানো হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে।


খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। সন্দীপ ঘোষের বদলির প্রতিবাদে হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে জড়ো হন তাঁরা। এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) হস্তক্ষেপ দাবি করে ডাক্তারি পড়ুয়াদের একাংশ। নতুন অধ্যক্ষ দায়িত্ব নিতে হাসপাতালে পৌঁছলেও, সূত্রের খবর, সন্দীপ ঘোষ এদিন আসেননি। নতুন অধ্যক্ষ সুপারের ঘরে পৌঁছলে বাইরে অবস্থানে বসেন বিক্ষোভকারী পড়ুয়ারা। 


এর আগে গত ৩১ মে-ও, আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবে বদলি করে স্বাস্থ্যভবন। সেবারও আপত্তি জানায় পড়ুয়াদের একাংশ। ঘর তালাবন্ধ থাকায় পরপর দুদিন দায়িত্ব নিতে এসেও ফিরে যেতে হয় নতুন অধ্যক্ষকে। টানাপোড়েনের জেরে ৪৮ ঘণ্টার মধ্যেই স্বাস্থ্যভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আর জি করের অধ্যক্ষ থাকছেন সন্দীপ ঘোষই। এবার কি নতুন অধ্যক্ষ দায়িত্ব নিতে পারবেন ?


                                                                                                                                                                   


আরও পড়ুন- বোনকে উত্ত্যক্ত করার শাস্তি দিতেই স্কুলের সামনে থেকে ছাত্রকে অপরহণ করে নাবালক পড়ুয়া ও তার বন্ধুরা, অপহরণকাণ্ডে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য়!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial