সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : খাস কলকাতার (Kolkata) রাস্তায় যুবককে কুপিয়ে খুন। চিৎপুরের (Chitpur) দুই যুবকের মধ্যে হাতাহাতি-বচসার জের। পলাতক অভিযুক্ত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকার বাসিন্দাদের। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ (CCVTV Footage)।
মর্মান্তিক দৃশ্য: পুলিশ কিয়স্ক থেকে দূরত্ব খুব বেশি হলে ২০০ মিটার। সাতসকালে এরকম জায়গাতেই ঘটল ভয়াবহ ঘটনা! প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে খুন করা হল চিৎপুরের (Chitpur) কৃষ্ণলাল দাস রোডে ! পুলিশ সূত্রে খবর, নিহতের নাম শেখ দুলারা (২৯)। তিনি কাশীপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল পৌনে নটা নাগাদ, শেখ দুলারার সঙ্গে শিবু নামে এক যুবকের গন্ডগোল বাধে। বচসা চলাকালীন আচমকা ধারালো অস্ত্র দিয়ে শিবু, দিলারার গলায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত যুবক।
আহতকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কিন্তু ঠিক কী কারণে খুন করা হল? ব্যক্তিগত শত্রুতা নাকি না অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। বারবার পুলিশকে (kolkata Police) জানিয়েও লাভ হয়নি।
কাছে পুলিশ কিয়স্ক থাকলেও পুলিশকর্মীরা সেখানে থাকেন না বলেও স্থানীয়দের অভিযোগ। মৃত যুবকের ভাইয়ের দাবি, কিছুদিন আগে তাঁর ওপর হামলা চালিয়ে একটি আঙুল কেটে নেয় শিবু। সেই ঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার শিবুর সঙ্গে শেখ দুলারার ঝামেলা হয়। তারপর এদিন সকালে খুন।
গ্রেফতার ২: এই ঘটনায় শিবু রায় ও সোনু মল্লিক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির জিনিস বিক্রি করে টাকার ভাগ না দেওয়া নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা বলে পুলিশ সূত্রে দাবি।