মোহন দাস ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : এখনও খোঁজ মিলল না ওড়িশায় (Odisha) এক্সকারশনে গিয়ে নিখোঁজ আশুতোষ কলেজের (Asutosh College Student) পড়ুয়ার। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। কলেজ কর্তৃপক্ষ কেন দুর্ঘটনার খবর আগে জানাল না, সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রের পরিবার। অধ্যাপকদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।


ওড়িশায় এক্সকারশনে গিয়ে নিখোঁজ কলকাতার আশুতোষ কলেজের পড়ুয়া। দিনভর তল্লাশিতেও মিলল না খোঁজ। নিখোঁজ তারাশঙ্কর সরকার হুগলির আরামবাগের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার আশুতোষ কলেজের ৩৮ জন পড়ুয়াকে নিয়ে ঝাড়খণ্ডের (Jharkhand) কিরিবুরু লোহা খনিতে গিয়েছিলেন ৫ অধ্যাপক।


বেড়াতে যাওয়ার জন্য সোমবার রাতে যাদবপুরে এক বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিলেন তারাশঙ্কর। ট্যুর শেষের পর বৃহস্পতিবার কলকাতায় ফেরার ট্রেন ছিল। স্টেশনে ফেরার পথে কেওনঝড়ের কুন্ডুলি ড্যামে গাড়ি দাঁড়ায়। পরিবারের দাবি, পড়ুয়ার বন্ধুরা জানিয়েছেন, সেলফি তুলতে গিয়ে জলে পড়ে যান দুই ছাত্র। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও, সাঁতার না জানায় তলিয়ে যান তারাশঙ্কর।


পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছলেও কলেজ কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করেনি। ছাত্রের মা কান্নায় ভেসে যেতে যেতে কোনওক্রমে নিজেকে সামলে বলেন, আমার ছেলেকে কেন এখনও খুঁজে পেল না। যদিও আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি বলেছেন, 'অধ্যাপকদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে'। পড়ুয়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে NDRF টিম।                                                                                                                                                                    


আরও পড়ুন- 'দেহত্যাগ করা পর্যন্ত পদত্যাগ করবে না' তৃণমূলনেত্রীর তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ বিদ্রোহী কুণালের



  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y