সন্দীপ সরকার, কলকাতা : সিএমআরআই (CMRI) হাসপাতালের বিরুদ্ধে জোড়া অভিযোগ স্বাস্থ্য কমিশনে। স্বাস্থ্য কমিশনের (West Bengal Health Commisssion) গাইডলাইন না মেনে বিল করায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হল তাদের। এদিকে, নির্দিষ্ট প্যাকেজের থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ বেলঘরিয়ার জেনিথ হাসপাতালের (Zenith Hospital) বিরুদ্ধেও। তাদের ৩০ হাজার টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের।


সিএমআরআই হাসপাতালের বিরুদ্ধে প্রথম অভিযোগ, সাঁইথিয়ার এক রোগীর থেকে নিয়ম বহির্ভূত ভাবে টাকা নেওয়ার। আর তাদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, করোনা আক্রান্ত পুলিশ কর্মীর মৃত্যু পর প্রথমে মৃতদেহ আটকে রাখা ও পরে টাকা না মেটানোয় পরিবারের সদস্যকে ৭ ঘণ্টা আটকে রেখে টাকা আদায়ের। যে মামলার রায়দান স্থগিত করল স্বাস্থ্য কমিশন। 


সাঁইথিয়ার বাসিন্দা এক রোগিণী গত ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিলেন সিএমআরআইতে । স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইজারি না মেনে বিল করার অভিযোগ ওঠে সেক্ষেত্রে। যার পরই স্বাস্থ্য কমিশনের তরফে সিএমআরআই-কে বিল বাবদ নেওয়া ৮০ হাজার টাকা ফেরতের নির্দেশ। সঙ্গে বারবার বলা সত্ত্বেও কমিশনের গাইডলাইন না মেনে বিল করার জন্য এবং নিজেদের বিল্ডিং সফটওয়্যার আপডেট না করার জন্য আরও ৫0 হাজার টাকা তথা মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


সিএমআরআই-র বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি আরও গুরুতর। করোনা আক্রান্ত পুলিশ কর্মীর মৃত্যুর পরও টাকা না মেটানো পর্যন্ত  দেহ আটকে রাখার অভিযোগ। মৃতের পরিবারের সবাই কোভিড আক্রান্ত হয়ে বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। মৃত্যুর পরের দিন এক মহিলা সদস্য হাসপাতালে যান দেহ নিয়ে আসার জন্য। বাড়ির সেই মহিলা সদস্যকে হাসপাতালের অ্যান্টি চেম্বারে পুরুষ নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে ৭ ঘন্টা আটকে রাখার অভিযোগ। পরে তিনটি পোস্ট ডেটেড চেক দেওয়ার পরে মেলে মুক্তি। যে মামলার রায়দান স্থগিত করেছে স্বাস্থ্য কমিশন। 


আরও পড়ুন- করোনার চিকিৎসায় মাত্রাতিরিক্ত বিল, বেসরকারি হাসপাতালকে ২ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ, জরিমানা ৫০ হাজার