কলকাতা: ফের থাবা বাড়াচ্ছে করোনা? গত কয়েকদিন ধরে রাজ্যে ক্রমশ বাড়ছে কোভিড সংক্রমণ। দেশেও ঊর্ধ্বগতি কোভিডের। এই পরিস্থিতিতে কোভিড হানা দিল কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে। 


একাধিক আক্রান্ত:
কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলের একাধিক আবাসিক করোনা (Covid) আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর, মেডিক্যালের চার জন পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হস্টেলের আরও কয়েকজন পড়ুয়ার কোভিড উপসর্গ রয়েছে। তাঁদের আপাতত হস্টেলেই কোয়রান্টিনে রাখা হয়েছে। এর আগে কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভয়াবহ কোভিড সংক্রমণের ঘটনা দেখা গিয়েছিল। যার জেরে সমস্যায় পড়েছিল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। যাঁরা কোভিড রোগীকে চিকিৎসা করবেন, তাঁরাই কোভিড আক্রান্ত হয়ে পড়ায় ধাক্কা খেয়েছিল চিকিৎসা ব্যবস্থা। এদিকে ভারতে কোভিডের চতুর্থ ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন আইআইটির গবেষকরা। আর জুনে লাফিয়ে কোভিড সংক্রমণ বৃদ্ধির গ্রাফ দেখা যাচ্ছে। ফলে মেডিক্যাল কলেজের হস্টেলে কোভিড সংক্রমণের খোঁজ মেলায় ছড়িয়েছে উদ্বেগ। 


কোভিড-উদ্বেগ:
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত ছশো পার, একদিনে সংক্রমিত ৬৫৭ জন। বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণ কমলেও করোনা সংক্রমিত হয়ে মৃত ২। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু।


এই পরিস্থিতিতে সোমবার থেকে কোভিড বিধি মেনে খুলছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল (School)। এ বিষয়ে জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়েছেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব।
যেখানে বলা হয়েছে, সোমবার থেকে করোনা বিধি মেনে খুলবে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল। হস্টেল খোলা হবে কি না সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। এডিএম-কে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করতে হবে। করোনা বিধি মেনে স্কুল খোলার বিষয়টি তিনি দেখভাল করবেন। সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের শনিবার থেকে স্কুলে আসতে হবে। রবিবারের মধ্যে স্কুলগুলিকে পঠনপাঠনের উপযোগী করে তুলতে হবে। পুরো বিষয়টি দেখভাল করবেন রাজ্যস্তরের একজন নোডাল অফিসার।


আরও পড়ুন: হাওড়া থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী