কলকাতাঃ শুক্রবার সকালে বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হল কলকাতায়। ১৫ জুলাই শুক্রবার থেকে কলকাতা-সহ দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান (Booster Dose) পর্ব শুরু হয়েছে। কলকাতা পুরসভার (KMC) ১৩৪টি কেন্দ্রে এদিন থেকে বিনামূল্যে (Free of Cost) বুস্টার ডোজ দেওয়া চলছে। ৯৯ টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ড (Covishield Vaccine) এবং ৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে কোভ্যাকসিন (Covaxin) মিলছে। এদিন  WWW.kmcgov.in এবং কলকাতা পুরসভার টুইটারে হ্যান্ডেলে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। 


আরও পড়ুন,আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ? কী বলছে হাওয়া অফিস


শুক্রবার সকালে কলকাতায় বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব শুরু


কলকাতায় বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব শুরু। কলকাতা পুরসভার ১৩৪টি কেন্দ্রে এদিন বিনামূল্যে  বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই একথা আগাম ঘোষণা  জানিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ।  বৃহস্পতিবার দিন বিকেলেই স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের ভিডিও কনফারেন্সে কথা বলা হয়। পুরনিগমের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া চলবে।


এদিন সকালে সারা দেশেও বুস্টার ডোজ দেওয়া শুরু


তবে কলকাতার পাশাপাশি এদিন সকালে সারা দেশেও বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব শুরু হবে। সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে। ১৫ জুলাই থেকে এই সুবিধা পাওয়া যাবে। মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, এই বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল। এবার কেন্দ্রের তরফেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলেই যেনও এই তৃতীয় ডোজ পেয়ে কোভিড থেকে নিরাপদে থাকতে পারেন, বলে বার্তা দিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ।