অর্ণব মুখোপাধ্যায়, কলকাতাঃ ১৫ জুলাই শুক্রবার থেকে কলকাতা-সহ দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান (Booster Dose) পর্ব শুরু হতে চলেছে। কলকাতা পুরসভার (KMC) ১৩৪টি কেন্দ্রে আগামীকাল থেকে বিনামূল্যে (Free of Cost) বুস্টার ডোজ প্রদান করা হবে। ৯৯টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ড (Covishield Vaccine) এবং ৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে কোভ্যাকসিন (Covaxin) মিলবে।
আরও পড়ুন, মোবাইল-টর্চের আলোয় চিকিৎসা ! চ্যাংড়াবান্ধার স্বাস্থ্য কেন্দ্রে ফুঁসছে রোগীর পরিবার
রাত পেরোলেই শুরু হবে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব কলকাতায়
রাত পেরোলেই শুরু হবে কলকাতায় বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব। কলকাতা পুরসভার ১৩৪টি কেন্দ্রে আগামীকাল থেকে বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৃহস্পতিবার দিন বিকেলেই স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের ভিডিও কনফারেন্সে কথা বলা হয়। পুরনিগমের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত WWW.kmcgov.in এবং কলকাতা পুরসভার টুইটারে হ্যান্ডেলে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে।
দেশজুড়ে ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে
শুক্রবার কলকাতার পাশাপাশি, দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব শুরু হবে। সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে। ১৫ জুলাই থেকে এই সুবিধা পাওয়া যাবে। মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, এই বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল। এবার কেন্দ্রের তরফেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলেই যেনও এই তৃতীয় ডোজ পেয়ে কোভিড থেকে নিরাপদে থাকতে পারেন, বলে বার্তা দিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ।