সুদীপ্ত আচার্য, কলকাতা : কলকাতার (Kolkata Crime) রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ (Molestation Allegation) ! তাও আবার সকালের ব্যস্ত সময়ে! অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ (Gariahat Police Station)। 


ক্যাবে শ্লীলতাহানি ! আর পাঁচটা মেট্রো শহরের মতো কলকাতাতেও (Kolkata) এই অভিযোগ নতুন কিছু নয়। অ্যাপ নির্ভর ক্যাব হোক, অথবা বাইক, এই শহরে, দুটিতেই মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একাধিকবার। এবার কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ উঠল ! তাও আবার সকালের ব্যস্ত সময়ে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার (Arrest) করেছে গড়িয়াহাট থানার পুলিশ।


মহিলা অ্যাপ ক্যাব চালকের দাবি, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে গড়িয়াহাটের একটি হোটেলে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা সৌরভ সিংহ। মহিলা অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকেই তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন ওই যাত্রী। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয়, যে এক সময় ভাড়া না নিয়েই যাত্রীকে নেমে যাওয়ার অনুরোধ জানান মহিলা গাড়ি চালক। ঘটনায় দুঃখপ্রকাশ করে তখনকার মতো ক্ষমা চেয়ে নেন ওই যাত্রী। 


মহিলা অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, গাড়ি থেকে নেমে যাওয়ার পর এসএমএস করে একের পর এক কুপ্রস্তাব পাঠাতে থাকেন ওই যাত্রী। শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডে (West Bengal Online Cab Operaters Guild) বিষয়টি জানান মহিলা ক্যাব চালক। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই যাত্রীকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। কখনও যাত্রী, তো কখনও আবার খোদ চালক, ক্যাবে শ্লীলতাহানির ঘটনা যেন বেড়েই চলেছে।                                                                                                  


আরও পড়ুন- পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, সমস্যা সমাধানে খোলা থাকছে একাধিক হেল্পলাইন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial