সৌমিত্র কুমার রায়, কলকাতা : গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিতে হামলা। ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবককে এলোপাথাড়ি একের পর এক কোপ। খাস কলকাতার এন্টালির (Entally) ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত যুবক চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কা কারণে হামলা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। যদিও অভিযোগকারীর বিরুদ্ধে এলাকায় গুণ্ডামি করার অভিযোগে সরব স্থানীয়রা। আর হামলার ঘটনার সঙ্গেই গোটা এলাকা তেতে রয়েছে 'পুলিশি নিষ্ক্রিয়তার' অভিযোগে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার পুলিশে বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি।
ঘটনা এন্টালির। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১০ টা নাগাদ ভয়াবহ কাণ্ডটি ঘটেছে। স্থানীয়ররা জানাচ্ছেন, এন্টালির মতিঝিল পাঁচ নম্বর গলি দিয়ে হেটে যাচ্ছিল ইফতিকার নামে এক যুবক। সেই সময় গলির মধ্যে আলো-আঁধারিতে তাঁর ওপর হঠাৎই চড়াও হয় দানিস। ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে একের পর এক কোপাতে শুরু করে অভিযুক্ত। স্থানীয়রদের চিৎকারে শেষপর্যন্ত ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত। যার পরে স্থানীয়রাই আক্রান্তকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গিয়ে ভর্তি করেন চিত্তরঞ্জন হাসাপাতালে (Chittaranjan Hospital)। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এর মাঝেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।
এন্টালি এলাকার স্থানীয়দের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এলাকার গুণ্ডামির একাধিক অভিযোগ রয়েছে। আর যে সম্পর্কে পুলিশকে আগেও বারবার বলা হয়েছে তাঁদের তরফে। যদিও একাধিকবার অভিযোগ করলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ শানিয়েছেন স্থানীয়রা। এর মাঝেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। স্থানীয় যুবকের বিরুদ্ধে কেন এভাবে হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ।- পলাতক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে কথা বলা চলছে। এলাকায় ইতিমধ্যে বসানো হয়েছে পুলিশ পিকেট।
আরও পড়ুন- ট্রেন দুর্ঘটনায় CBI-সুপারিশ, 'বিজেপির কাছে পেগাসাস' সুর চড়ালেন মমতা, আরও খবর
গত বছরের নভেম্বরে সরশুনায় ধারাল অস্ত্রের কোপে অন্তত ৬জন আহত (Crime Incident) হয়েছিলেন। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ দেন এক অভিযুক্ত। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আহতদের ভর্তি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে (Hospital)। উত্যক্ত করাতেই ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, দাবি স্থানীয়দের একাংশের।
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?