ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : টালিগঞ্জের গ্রাহামস রোডে বহুতলের পিছনের ভ্যাটে শুক্রবার মেলে তরুণীর কাটা মাথা। ক্ষত তাজা। রক্তও টাটকা। ১২ ঘণ্টার মধ্যে খুন করে ফেলা হয়েছে মাথা, কাটা-মাথার ক্ষত দেখেই ধারণা পুলিশের। কার মাথা ? কে ফেলে গেল লোকালয়ে ? বাকি দেহাংশই বা কোথায়? এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টালিগঞ্জের অভিজাত পাড়ায় কে এভাবে কাটা মাথা ফেলে গেল, জানতি পুলিশ খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ। তল্লাশিতে কাজে লাগানো হয় স্নিফার ডগ।
একদিনের মধ্যেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতিও ঘটেছে। জানা গিয়েছে মাথাটি কার। মোটামুটি স্পষ্ট খুনের মোটিভও। আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনায় ডায়মন্ড হারবারের বাশুলডাঙা থেকে এক রং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
নিহত মহিলার নাম খতেজা বিবি। বাড়ি মগরাহাটের কামদেবপুরে। নিহতের পরিবারের দাবি, বেশ কয়েকবছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন বছর চল্লিশের খতেজা। গলফ গ্রিন, যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন তিনি। খতেজাকে কাজ জোগাড় করে দেন তাঁর ছোট বোনের স্বামী আতিয়ার রহমান লস্কর। বৃহস্পতিবার কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি খতেজা। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। আতিয়ারই শ্যালিকাকে খুঁজতে যান। পরে খতেজাকে খুনের অভিযোগে ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকে তাঁর ভগ্নিপতি, রঙের মিস্ত্রি আতিয়ার রহমান লস্করকেই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক রং মিস্ত্রির। টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে তাকে চিহ্নিত করে পুলিশ। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় মহিলাকে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়, তার পর কেটে ফেলা হয় মাথা। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। কাটা মাথা পাওয়ার ১২ ঘণ্টা আগে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, খতেজার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তাঁর ভগ্নিপতির। সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রতিহিংসাবশত এই খুন।
শুক্রবারই স্থানীয় এক চা বিক্রেতা জানিয়েছিলেন তিনি আগেও দেখেছেন মহিলাকে। সকালে আসতেন, বিকেলে ফিরতেন। কোথাও হয়তো পরিচারিকার কাজ করতেন। এখন এই মহিলার ওপর কোন আক্রোশে খুন করল রাজমিস্ত্রি, খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের ওয়াটগঞ্জের ঘটনা। গত ২ এপ্রিল, ওয়াটগঞ্জের সত্য ডক্টর লেনে সিআইএসএফের পরিত্য়ক্ত বারাকে প্লাস্টিকের মধ্যে পড়ে ছিল এক মহিলার কাটা মাথা, কাটা হাত এবং কাটা পা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শহর কলকাতার অভিজাত এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।