কলকাতা: আজ DA-আন্দোলনের শততম দিন (DA Protest)। শহরের রাজপথে মহার্ঘ আঁচ। ততটাই উত্তপ্ত ময়নায় বিজেপি নেতা 'খুনে' গেরুয়া শিবির। একদিকে যখন শাসকদলের জনসংযোগ যাত্রায় অভিষেকের বক্তব্যে উঠে আসছে, ১০০ দিনের কাজের বকেয়া টাকার প্রসঙ্গ। তখন ওদিকে পিচ গলা রাস্তায় নিজেদের বকেয়া ডিএ নিয়ে আন্দোলনে দৃঢ় প্রতিবাদীর দল। সপ্তাহান্তে এমনই আবহে, 'ডিএ আন্দোলনকারীদের জয়ী হতেই হবে' বলে এদিন কুর্ণিশ জানালেন বিরোধী দলনেতা। এবং তৃণমূল সুপ্রিমোকে তীব্র নিশানা করে যবনিকা টানলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হুঁশিয়ারি দিয়ে বললেন, 'এবার কালীঘাটের গলিতে ঢুকব।'


মূলত আজ DA-আন্দোলনের শততম দিনে শহরের রাজপথে মহার্ঘ আঁচ। আদালতের অনুমতিতে হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। শহিদ মিনার থেকে মিছিল করে হাজরায় পৌঁছন আন্দোলনকারীরা। সেখান থেকে দুপুর ১টা নাগাদ শুরু হয় মিছিল। 


এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'ডিসেম্বর থেকে জুলাই গড়াল ডিএ মামলা, পিছনের খেলা জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা বন্ধ হবে। বিরোধীনেত্রী হিসেবে মমতা হকের দাবির কথা বলেছিলেন। আগামী দিনে লাগাতার কর্মবিরতি করতে, ধর্মঘটে যান। যোগ্য কর্মপ্রার্থীরাও একসঙ্গে পথে নামুন', বার্তা শুভেন্দুর । পাশাপাশি তিনি তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে হুঙ্কার দেন। বলেন, 'আইপিএসরা পালাচ্ছেন, আরও বাকি আছে। অনেক কিছু দেখতে হবে।নির্বাচনে কে জিতবে, তা ভোটাররা ঠিক করবে। পশ্চিমবঙ্গের অত্যাচারী শাসককে প্রাক্তন করতে হবে। বাংলার পুলিশ ক্রমশ ট্রিগার হ্যাপি হয়ে উঠছে।'


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন? 


অপরদিকে, বৃহস্পতিবারের প্রেক্ষাপটটা ছিল আলাদা। মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে শামিল হয়েছিলেন মমতা। সভা করেছিলেন ইংরেজবাজারে। সেখান থেকে বিজেপি-কে নিশানা করেছিলেন তিনিও। মমতা বলেছিলেন, 'তৃণমূলের সবাই চোর, তোমরা সাধু, আগে উত্তর দে ব্যাপম নিয়ে কী হয়েছে। ৫৪ জন লোক মারা গিয়েছে... যখন যেখানে খুশি ঢুকে যাচ্ছো। কাগজ নিয়ে আসছ। পরে বুঝবে কত বেআইনি কাজ করছ।' এ নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর বক্তব্য, 'তৃণমূলে সবাই চোর।চোর ধরো, চোর ধরো... উনি চোরেদের রানি।'