অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : সোমবার সকাল থেকেই কলকাতা শহরে একের পর এক দুর্ঘটনার খবর। মৃত্যুও হয়েছে একাধিক। আর তারই মধ্যে  ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন এ শহরের ডেপুটি মেয়র। অতীন ঘোষের গাড়িকে ধাক্কা মারে একটি সরকারি বাসই। 

উত্তর কলকাতার তালতলা মোড়ের কাছে অতীনের গাড়িকে ধাক্কা মারে একটি সরকারি বাস। ধাক্কায় তুবড়ে যায় ডেপুটি মেয়রের গাড়ির সামনের অংশ। পুরসভা সূত্রে খবর, পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে আসছিলেন তিনি। দুর্ঘটনায় কোনও শারীরিক ক্ষতি হয়নি ডেপুটি মেয়রের। 

তবে সব দোষ সরকারি বাসের ঘাড়ে চাপাননি অতীন। ডেপুটি মেয়র নিজেই বলেছেন, তাঁর গাড়িও অসতর্কভাবে চলছিল।  এদিন কলকাতা শহরেই একের পর এক দুর্ঘটনা ঘটে । তাতে মৃত্যু হয় ২ মহিলার।


আরও পড়ুন : হাওড়ায় সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা ! চরম বিপদে ২০ জন বাসযাত্রী 


 


রবীন্দ্র সদনের কাছে দুর্ঘটনা                         


রবীন্দ্র সদনের কাছে ২টি বাসের রেষারেষিতে এক মহিলার মৃত্য়ু হয় । সোমবার সকালে রবীন্দ্র সদনের কাছে ২টি বাস রেষারেষিতে জখম হন বরানগরের বাসিন্দা রেশমি রায়। দুর্ঘটনার পর SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 
এরপর শ্যামবাজার থেকে পাকড়াও করা হয় ২২২ রুটের এক বাস চালককে।  


দুর্ঘটনা ওয়েলিংটনেও


এদিনই সকাল ৯টা নাগাদ ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্য়ুর অভিযোগ ওঠে। এন্টালি থেকে পাকড়াও করা হয় স্কুল বাসের চালককে।   


উলুবেড়িয়ায় বাস দুর্ঘটনা


সোমবারই হাওড়ার উলুবেড়িয়ায় বাসের পিছনে বাসের ধাক্কায় আহত হন অন্তত ২০ জন যাত্রী। সকাল ৮টা নাগাদ উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম- বারাসাত রুটের একটি বেসরকারি বাস যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে পড়ে। পিছনেই ছিল হাওড়া থেকে দিঘাগামী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দিঘার বাসটি সামনের বাসটিকে ধাক্কা মারে। দুটি বাসে সব মিলিয়ে ১০০ জন যাত্রী ছিলেন। দুটি বাসেরই চালক পলাতক।   


অন্যদিকে হাওড়াতেই  কদমতলায় সরকারি আবাসনের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক প্রৌঢ়ার। অভিযুক্তকে গ্রেফতার করে ব্যাঁটরা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে ছিলেন যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি। অভিযোগপত্রে তাঁরও নাম রয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা।