সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রোগীর পরিবারের হাতে আক্রান্ত হওয়ার প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সাগর দত্ত মেডিক্য়াল কলেজের ঘটনার প্রতিবাদে কি ফের পূর্ণ কর্মবিরতির পথে হাঁটতে পারেন সমস্ত মেডিক্য়াল কলেজের জুনিয়র ডাক্তাররা? শনিবার কার্যত সেরকমই হুঁশিয়ারি শোনা গেল জুনিয়র ডাক্তারদের গলায়।


সাগর দত্ত মেডিক্যালে মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দেন তাঁরা। 


সোমবার কী হয় সুপ্রিম কোর্টে, সুরক্ষা নিয়ে কী জানায় রাজ্য সরকার? সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সময়সীমা বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সরকারকে শেষ সুযোগ, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি। সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা, দাবি আন্দোলনকারীদের। 


আরও পড়ুন, ফের বৃষ্টির ভ্রুকুটি? মহালয়ার আগেই আবহাওয়ার বড় আপডেট


পুলিশের সামনেই হামলা, আর জি কর করে দেব বলে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। কাল বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।
সুরক্ষা সংক্রান্ত দাবি মানা না হলে ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি।


পাশাপশি রবিবার বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। আর জি কর-কাণ্ডের পঞ্চাশ দিনের মাথায়, ফের সরকারি হাসপাতালে আক্রান্ত কর্মরত জুনিয়র ডাক্তার, নার্স! শুক্রবার বিকেলে এক রোগীণীর মৃত্যুকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়ায় সাগর দত্ত মেডিক্যালে। মৃতার পরিজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।  সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি।                                     
 


প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের মিনিটসে উল্লেখ ছিল যে, হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ভিতরে সুরক্ষার বিষয়টি দেখার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। এমনকী, যে সাগর দত্ত মেডিক্যালে শুক্রবার তাণ্ডব চলল, সেখানেই ১৮ সেপ্টেম্বর, উদ্বোধন করা হয় পুলিশের আউটপোস্টের। সংস্কার করা হয় পুলিশ ব্যারাক। তার ৯দিনের মাথায় এই সাগর দত্তেই আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে