অরিত্রিক ভট্টাচার্য,  কলকাতা : পয়লা বৈশাখের আগেই কি চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন? চলছে চূড়ান্ত পরীক্ষা। এদিন শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন ।  সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।


তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন। তবে কি ইস্ট ওয়েস্ট মেট্রোয়, দ্রুত সেক্টর ফাইভের সঙ্গে জুড়ে যাবে শিয়ালদা স্টেশন? সম্প্রতি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে যাওয়ায় সেই জল্পনাই উস্কে দিয়েছে। মেন, নর্থ ও সাউথ শাখা থেকে রোজ লক্ষ লক্ষ নিত্যযাত্রী আসনে শিয়ালদা স্টেশনে। 

আরও পড়ুন :


শিয়ালদা দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল


শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে, তা হবে কলকাতায় ঢোকার অন্যতম প্রধান প্রবেশ দ্বার। যাত্রীর চাপও থাকবে প্রচুর। এ কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশন নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন রেলের ইঞ্জিনিয়ররা। সূত্রের খবর, সবচেয়ে বেশি টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি, ঢোকা-বেরোনোর পথ থাকবে শিয়ালদা স্টেশনে। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথে এখন মেট্রো চলছে। 


সূত্রের খবর, যাত্রী কম হওয়ায় এই রুট ততটা লাভজনক নয়। শিয়ালদায় মেট্রো চালু হয়ে গেল যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে। এখন অপেক্ষা কমিশনার অব রেলওয়ে সেফটির ছাড়পত্রের। তাহলেই প্রথমবার শিয়ালদা থেকে ছুটবে মেট্রো।


 



বর্তমানে ইস্ট-ওয়েস্টের, সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে মেট্রো। ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার, পরিষেবা বাড়াতে তৎপর মেট্রো । ইস্ট-ওয়েস্ট প্রকল্পের অন্যতম বড় স্টেশন হতে চলেছে শিয়ালদা। ১৮টি এসক্যালেটর। ৫টি লিফট। ৮টি সিঁড়ি। মেট্রো কর্তৃপক্ষের আশা, সবকিছু ঠিকমতো চললে নববর্ষে শুরু হতে পারে পরিষেবা।