সঞ্চয়ন মিত্র, শিয়ালদা : সকাল সকাল ভোগান্তি। শিয়ালদা দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ব্যাহত ট্রেন চলাচল।


শিয়ালদা স্টেশন এলাকা ও দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনের আশেপাশে দেখা গেল জমাট বাঁধা ভিড়। সাত সকালে নজরে পড়ল কেউ মাথায় সবজির ঝুড়ি নিয়ে, কেউ বা বোঁচকা নিয়ে দৌড়াদৌড়ি করছেন। কারও হাতে আবার দুধের বড় ক্যান। সকলেই কোনও ম্যাটাডোর বা ট্যাক্সির সঙ্গে রফা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গন্তব্যে পৌঁছানোর জন্য। এই সময়টা মূলত ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে দূরের কোনও বাজারে যান বিক্রি করতে। এছাড়াও বহু অফিসযাত্রীকেও নির্দিষ্টি ট্রেনে গন্তব্যে না পৌঁছাতে পেরে নাকাল হতে হয়। 


 সকালের দিকে একঘণ্টার ওপর শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয় । মেরামতির পর ট্রেন পরিষেবা ঠিক হয় । সকালে ট্রেন চলাচল বন্ধ থাকায় অফিস টাইমে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ে। বেলার দিকের ট্রেনগুলিতে ছিল বেদম ভিড়।  


অন্যদিকে,  পয়লা বৈশাখের আগেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন। চলছে চূড়ান্ত পরীক্ষা। এদিন শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন ।  সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।


আরও পড়ুন : এবার ছুটবে শিয়ালদা মেট্রো? চূড়ান্ত পরীক্ষা চলছে


এক নজরে আজকের শিরোনাম ( সকাল ৭ টা) :



  • সকালে কসবা, রাতে বেহালায় বিধ্বংসী আগুন (Fire)। চন্ডীতলায় পরপর কারখানায় আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

  • বিধানসভাতেই বিধায়ককে আয়কর হানার হুমকির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। অধ্যক্ষের কাছে নালিশ। অন রেকর্ড বলেছি, প্রমাণ করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর।

  • বোঝাই যাচ্ছে কারা চালায় এজেন্সি! কাঁথির ফাইল আছে আমার কাছে। নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। রাজনৈতিকভাবে লড়ুন, পাল্টা শুভেন্দু।

  • কয়লাপাচারকাণ্ডে (Coal Scam) ফের সস্ত্রীক অভিষেককে (Abhisehk Banerjee) ইডির তলব। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। এভাবে তৃণমূলকে রোখা যাবে না, হুঙ্কার মমতার।

  • বিজেপির (BJP) সমর্থনে খড়ারে বোর্ড গঠন বিক্ষুব্ধ তৃণমূলের! দল থেকেই বহিষ্কার। বিশেষ পরিস্থিতিতে দলের বিরুদ্ধে যেতে বাধ্য হওয়ার দাবি।

  • কালনা পুরসভায় (Kalna Municipality) তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা! জয়ের পরেই দল থেকে বিক্ষুব্ধ শহর সভাপতিকে বহিষ্কার।

  • দলের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাসপেন্ড করতে চলেছে তৃণমূল। খড়ার পুরবোর্ডে ফের আনা হবে অনাস্থা প্রস্তাব, জানিয়ে দিলেন ফিরহাদ।

  • বিধানসভাতেই এবার বাংলা ভাগের পক্ষে সওয়াল কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। দেশদ্রোহী বলে পাল্টা আক্রমণে ফিরহাদ। কড়া পদক্ষেপের দাবি।

  • ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে সিআইডি। সিবিআই তদন্তেই অনড় পরিবার।

  • মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে উত্তপ্ত বিধানসভা। ঝালদায় যতটা সরব বিরোধীরা, পানিহাটিতে নয় কেন? প্রশ্ন মমতার। দলদাস পুলিশ, পাল্টা শুভেন্দু।

  • ১২ এপ্রিলই বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচন। ভোট পিছোচ্ছে না উচ্চমাধ্যমিকের জন্য।