আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও ভাস্কর ঘোষ, কলকাতা: ব্যাঙ্ক দুর্নীতি মামলায় এবার সক্রিয় হল ইডি। কলকাতা থেকে শহরতলি, একযোগে ৬ জায়গায় অভিযান চালাল কেন্দ্রীয় এজেন্সি। আটক কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। ইডি সূত্রে খবর, ৩ হাজার কোটি টাকার ওপর ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


মঙ্গলবার সকাল থেকে সন্ধে বালিগঞ্জের অভিজাত এলাকা থেকে ঘুসুড়ি, বৈদ্যবাটির অলিগলি একযোগে সাঁড়াশি অভিযান চালাল ইডি।কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, নিউ আলিপুর থেকে শহরতলির দমদম ক্যান্টনমেন্ট, বৈদ্যবাটি, বেলুড়, ঘুসুড়িতে ম্যারাথন তল্লাশি চালালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধে পর্যন্ত ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলল জালিয়াতি চক্রের শিকড়ের খোঁজে অভিযান।


ED সূত্রে খবর, ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের হয়। সেই মামলারই তদন্তে নেমে মঙ্গলবার সকালে কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দেয় ED। একইসঙ্গে, ওই ব্যবসায়ীর আরেক সঙ্গী, ব্যবসায়ী কৈলাস সরফের বেলুড়ের বাড়িতেও চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি।ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডের তদন্তে নিউ আলিপুর এলাকায় প্লাস্টিক ব্যবসায়ী অজয় পোদ্দারের বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। দমদম ক্যান্টনমেন্ট এলাকায় সঞ্জয় গুপ্ত নামে এক ওষুধ ব্যবসায়ী ফ্ল্যাটেও চলে তল্লাশি।ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি, তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। 
 
 ঘুসুড়িতে একটি প্লাস্টিক কারখানা এবং বৈদ্যবাটিতে ধর্মতলার একটি বেসরকারি সংস্থার কর্মী শান্তনু পোদ্দারের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কীভাবে চলত প্রতারণা? কীভাবে বিছানো হতো জালিয়াতির জাল?ED সূত্রে খবর, একাধিক ভুয়ো কোম্পানি খুলে টাকা তছরুপ করা হত।ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে সেল কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার করা হত বলেও প্রাথমিকভাবে অনুমান করছে কেন্দ্রীয় এজেন্সি।ED সূত্রে খবর, মঙ্গলবার ম্যারাথন অভিযান চালিয়ে একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। SBI-এর মতো বড়সড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-প্রতারণাকাণ্ডের নেপথ্যে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।


আরও পড়ুন, 'রোজ ভাবি, খারাপ খবর শুনবো না..', বাংলাদেশে হিন্দুর উপর ফের আক্রমণে প্রতিক্রিয়া ইসকনের VP-র !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।