আবির দত্ত, কলকাতা :  সোশাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম। কিন্তু সেই প্রেমের যে এভাবে খেসারত দিতে হবে ভাবেননি তথ্যপ্রযুক্তি কর্মী। ব্রেক আপের পর  ভয়াবহ সব হুমকি !  তারপর অস্ত্র উঁচিয়ে বাড়ি চলে আসা, একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল তরুণীকে।  


তরুণীর দাবি, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় তাঁদের। ২০২৩-এ প্রেম ভাঙার আগে অ্যাসিডের বোতল নিয়ে তাঁকে হুমকি দিয়েছিলেন ওই যুবক। তারপর ব্রেক আপ। আর তারপর লাগাতার হুমকি দেওয়া চলতেই থাকে। অভিযোগকারিণী পুলিশের কাছে করা অভিযোগপত্রে দাবি করেছেন,  এক বছর আগেই তিনি  সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু তা সত্ত্বেও, ওই ব্যক্তি তাঁকে বিভিন্ন নম্বর থেকে ক্রমাগত ফোন করে বিরক্ত করত। সেই সঙ্গে  অশ্লীল ভাষায় ব্যবহার করত সে। সেই সঙ্গে পুরনো ছবি ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হত।  অভিযোগ, এদিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়িতে আসে। তারপর হঠাৎ সে  তার ব্যাগ থেকে একটি  ধারালো অস্ত্র বের করে। তার সামনে তাক করে ধরে। প্রাণে মারার হুমকিও দেয়। বলা হয়, তাঁকে 'পিস পিস করে' কেটে ফেলবে সে। 


সেদিনই ওই তরুণী ১০০ ডায়াল করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। অস্ত্র আইন অনুসারে এই মামলায় একটি মামলা দায়ের করা হয়েছে।       


সপ্তাহ খানেক আগেই কলকাতায় প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে কোপানো হয় ভয়াবহ ভাবে। হাসপাতালে গেলে মৃত্যু হয় তরুণীর। তার কয়েকদিনের মাথাতেই আরও এক তরুণীকে প্রাণে মারার হুমকি দেওয়ার ঘটনা।                  


আরও পড়ুন :


গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের, হাসপাতালগুলিকে দেওয়া হল এই নির্দেশ