আবির দত্ত, কলকাতা : দোকানে গ্রিল লাগানোর জন্য দিতে হবে ২ লক্ষ টাকা তোলা ! টাকা দিতে অস্বীকার করার ব্যবসায়ীকে মারধর। খাস কলকাতার বৈষ্ণবঘাটায় ফের একবার ব্যবসায়ীর কাছে তোলাবাজি ও তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। 


দোকানে গ্রিল লাগাতে ২ লক্ষ টাকা তোলা !


বৈষ্ণবঘাটা তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ‘তোলাবাজি’। স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ দোকানে গ্রিল লাগাতে গেলে ২ লক্ষ টাকা চাওয়া হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করেন তিনি। টাকা দিতে না চাওয়ায় মারধরের অভিযোগ করেছেন ব্যবসায়ীও। যদিও অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। আবাসনের কমন প্যাসেজে গ্রিল লাগানোর অভিযোগ আবাসিকদের, দাবি কাউন্সিলরের। 


অভিযোগ- পাল্টা অভিযোগ


ব্যবসায়ী অভিষেক দাসের অভিযোগ, তাঁর দোকান যে এলাকায় সেখানে রাতের অন্ধকারে বেশ কিছু অসামাজিক কাজকর্ম হয়, সেজন্য তিনি দোকানের বাইরে গ্রিল লাগানোর সিদ্ধান্ত নেন। গ্রিল লাগানোর সময় তৃণমূলের বেশ কিছু কর্মী এসে ২ লক্ষ টাকা তোলা চায় বলেই অভিযোগ। শুধু তোলা চাওয়াই নয়, ব্যবসায়ীকে হেনস্থা করার পাশাপাশি গ্রিল লাগানোর জন্য যেসমস্ত সামগ্রী আনা হয়েছিল, তা ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ ব্যবসায়ীর।


গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। নেতাজিনগর থানায় তাঁর করা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় নেতাজিনগর থানার পুলিশ। যদিও কাউন্সিলর ব্যবসায়ীর অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, যে আবাসনের নিচে ওই দোকান, সেখানকার বাসিন্দারা গ্রিল লাগানোর বিরোধীতা করেন। যার ভিত্তিতেই এলাকার তৃণমূল কর্মীরা কথা বলতে গিয়েছিলেন। টাকা চাওয়ার বা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।


যদিও হেনস্থার কিছু ভিডিও সামনে এনেছেন অভিযোগকারী ব্যবসায়ী। তাঁকে আজও মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। গোটা ঘটনার জেরে তিনি বেশ আতঙ্কে রয়েছেন বলেও জানান ওই ব্যবসায়ী। ২ লক্ষ টাকা না দিলে গ্রিল লাগাতে দেওয়া হবে না বলেও ফের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী। সামান্য স্টেশনারি দোকানের মালিক হয়ে গ্রিল লাগাতে ২ লক্ষ টাকা তোলা দেওয়ার পরিস্থিতির মুখে পড়তে হবে এমনটা ভাবেননি ওই ব্যবসায়ী। পাশাপাশি গোটা পরিস্থিতির মাঝে বেশ আতঙ্কে তিনি।


আরও পড়ুন- টেট পরীক্ষার্থীদের জন্য আগামীকাল কোন কোন রুটে কখন স্পেশ্যাল ট্রেন? দেখে নিন সময়সূচি