সুকান্ত মজুমদার, কলকাতা : কলকাতায় (Kolkata) ফের ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস (fake call centre busted)। বিদেশে ফোন করে প্রতারণার অভিযোগ। গার্ডেনরিচ (garden reach) থেকে গ্রেফতার করা হল ভুয়ো কল সেন্টারের ৮ কর্মীকে। বৃহস্পতিবার রাতে গার্ডেনরিচের বাংলা বস্তি এলাকায় অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের (kolkata police) এসটিএফ। কাজ চলাকালীন হাতেনাতে ৮ কর্মীকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু ল্যাপটপ, হার্ডডিস্ক ও পেন ড্রাইভ।

কীভাবে চলত প্রতারণা

পুলিশ সূত্রে দাবি, প্রযুক্তিগত সাহায্যের জন্য তথ্যপ্রযুক্তি সংস্থার নাম করে, ভুয়ো কল সেন্টার থেকে ইউরোপের একাধিক দেশে ফোন করা হত। বিদেশিদের থেকে অর্থ নেওয়ার পর, পরিষেবা দেওয়া হত না। কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে। সংস্থার মালিক-সহ ২ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

কিছুদিন আগেই ফের বড়সড় প্রতারণার পর্দাফাঁস হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে প্রযুক্তিগত সহায়তার টোপে বিদেশিদের প্রতারণা করত বলে পুলিশ সূত্রে জানা যায়।  গ্রেফতার করা হয়  ১৬ জনকে । পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের BP ব্লকের একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণার কারবার। সেক্ষেত্রেও অভিযোগ ছিল, বিদেশিদের প্রযুক্তিগত সহায়তার (Technical Assistance ) প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল মুদ্রার মাধ্যমে লক্ষাধিক টাকা আদায় করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ওই অফিসে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ড ডিস্ক, রাউটার-সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি। 

পুলিশ সূত্রে খবর, সেখান থেকে রাজীব ঝা, অভিষেক ভারতী সহ ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই অফিস থেকে ৩৬টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক, ১৬টি মোবাইল ফোন, ৪টি রাউটার, ২টি সুইচ পোর্ট, ৩৩টি ডেবিট কার্ড, ২টি প্যান কার্ড, ৫টি রাবার স্ট্যাম্প, ১টি সোয়াইপ মেশিন, ৮টি চেক বই, ৩টি রেজিষ্টার, ১টি আই ম্যাক, ১২ পেজের কাস্টমার ডেটা লিস্ট ও নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন- 'নির্দল'-এর অনুগামীদের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর, রণক্ষেত্র বৌবাজার