ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, কলকাতা : বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ৫ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ভুয়ো কল সেন্টার (Fake Call Centre) খুলে চালানো হচ্ছিল প্রতারণার কারবার। ওই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ (Police) সূত্রে খবর। 


প্রতারণা চক্রের পর্দাফাঁস


ফের শহরে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দাফাঁস। সল্টলেকের সেক্টর ফাইভে হানা CID-র। গ্রেফতার করা হল ৫ অভিযুক্তকে। পুলিশ সূত্রে দাবি, বিদেশি নাগরিকরাই (Foreigners) ছিলেন টার্গেট। পরিষেবা দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। সল্টলেকের সেক্টর ফাইভে এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট ভাড়া নিয়ে কল সেন্টার খুলে বসেছিল অভিযুক্তরা। 


কীভাবে গ্রেফতার


পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে অভিযুক্তদের অন্ধকার কারবারের হদিশ পায় CID। শুক্রবার রাতেই CID অফিসাররা হানা দেন কল সেন্টারে। পাকড়াও করা হয় ৫ জনকে। ধৃতদের নিয়ে যাওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ সূত্রে খবর, ভুয়ো কল সেন্টারের মালিক মহেশতলার বাসিন্দা শাহরুখ মহম্মদ। কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে বিদেশি নাগরিকদের তালিকা। IP লগস, আই ফোন সহ আরও কিছু সরঞ্জাম। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে CID। 


সপ্তাহ দুয়েক আগেই, কলকাতায় ফের বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়েছিল। মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগ ওঠে। সল্টলেকের কল সেন্টারে হানা দিয়ে মূল অভিযুক্ত সহ গ্রেফতার ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। কীভাবে প্রতারণার ফাঁদ পেতেছিল ধৃতরা? পুলিশ সূত্রে দাবি, ২৮ অগাস্ট প্রতারণার অভিযোগ দায়ের করেন একবালপুরের বাসিন্দা নুর আলম নামে এক ব্যক্তি। তাঁর দাবি, মোবাইল ফোনের টাওয়ার বসিয়ে মাসে ১৫ হাজার টাকা আয় করার টোপ দেয় অভিযুক্তরা। তারপর তাঁর ১৭টি অ্যাকাউন্ট থেকে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। 


পুলিস সূত্রে খবর, অভিযুক্তর মোবাইল ফোনের লোকেশন (mobile phone location) ট্র্যাক করে শুরু হয় তদন্ত। সল্টলেকে হদিশ পাওয়া যায় অভিযুক্তদের ভুয়ো কল সেন্টারের। সেখানে হানা দিয়ে গ্রেফতার করা হয় মনোজ গগৈ নামে মূল অভিযুক্তকে। মনোজকে জেরা করে গ্রেফতার করা হয় আরও ৫ জনকে। উদ্ধার করা হয় ১০০টি মোবাইল ফোন, ৩৩টি সিম কার্ড (Sim Card), ১২টি এটিএম কার্ড (ATM Card), ২টি ল্যাপটপ ও নগদ ৩৩ হাজার টাকা।


আরও পড়ুন- বাড়ি থেকে ডেকে নিয়ে গিলে গুলি করে খুন! মুর্শিদাবাদে বন্ধুকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে