ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বউবাজারের বহুতলে আগুন। বহুতলের বেসমেন্টে রাসায়নিকের গুদামে আগুন, উপরের তলার ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে আতঙ্ক। সঙ্কীর্ণ রাস্তায় আগুন নেভাতে সমস্যায় পড়ছে দমকল। এখনও পর্যন্ত ৩টি ইঞ্জিন কাজ করছে।


কলকাতায় (Kolkata) এই বহুতলটির বেসমেন্টে রাসায়নিকের গুদাম। উপরের তলায় আবাসন, সেখানে আবাসিকরা রয়েছেন। সাততলা ভবনে বেসমেন্টে রয়েছে গুদাম। সেখানে রয়েছে রাসায়নিকের ড্রাম। সেখানে একের পর এক বিস্ফোরণ (Exploitation) ঘটছে। সেখানে ঢুকতে পারছেন না দমকলকর্মীরা। ওই বেসমেন্টে ঢোকার ও বেরনোর পথ একটিই। সেটি বন্ধ ছিল। পিছনের একটি গেট কেটে আপাতত ব্যবস্থা করা হয়েছে। আপাতত বেসমেন্টে ঢুকে আগুনের (Fire Incident) উৎস খোঁজার চেষ্টা চলছে।           


এই আবাসনে একাধিক অফিসও রয়েছে। সেখানে বহু দাহ্যপদার্থ মজুত রয়েছে। ঘিঞ্জি-ঘন জনবসতি পূর্ণ এলাকা এটি, পাশেই রয়েছে আরও ভবন। ফলে দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আপাতত দমকলকর্মীরা আবাসনে আটকে থাকা ব্যক্তিদের নামিয়ে আনার কাজ করছেন। অনেককেই নামিয়ে আনা গিয়েছে।                                                    


ওই গুদামের একাধিক দরজা ছিল। কিন্তু সকালে সবই তালাবন্ধ ছিল। ফলে প্রথমে ঢুকতে খুব সমস্যায় পড়েন দমকলকর্মীরা। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে বেসমেন্টে পৌঁছতে পেরেছেন দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে তাঁরা দেখেন ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। তারপরেই দেখা যায়, বেসমেন্ট (Basement) থেকে ধোঁয়া বেরচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকল এলেও সামনের রাস্তা সরু হওয়ায়, প্রথমে দমকল ঢুকতে সমস্যা হয়। পরে তার কাছে পৌঁছন দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রবল শব্দ হচ্ছিল, তাঁদের ধারণা ওই গুদামে (Warehouse) আঠার ড্রাম রাখা হয়, আগুন লাগার কারণেই প্রবল দাহ্য ওই আঠার ড্রামে বিস্ফোরণ হয়েছে, সেই কারণেই এমন আওয়াজ পাওয়া গিয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন লাগামে আনতে পেরেছেন দমকলকর্মীরা। তবে ঘণ্টা তিনেক পরেও পুরোপুরি নেভানেো যায়নি আগুন।                  


আরও পড়ুন: আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, প্রত্য়ক্ষদর্শীদের বয়ান রেকর্ড