সঞ্চয়ন মিত্র, কলকাতা: ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন (Kolkata Fire)। রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজেই তদারকি করতে বেরোন। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে দমকল বিভাগ। কিন্তু আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের (Kolkata News)। দমকলের ১৪টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।
আগুন লাগার খবর পেয়ে রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল
রাজভবনের কাছেই অবস্থিত এই বহুতল শরাফ হাউস। একেবারে উল্টো দিকে। একাধিক দফতর রয়েছে শরাফ হাউসে। বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একেবারে দাউদাউ করে জ্বলছে আগুন। বিষয়টি জানতে পেরে নিজেই রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল। রাস্তায় দাঁড়িয়ে নিজে পরিস্থিতি তদারকি করেন। তবে এখনও আগুন নেভানো যায়নি। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আনা হয়েছে হাউড্রলিক ল্যাডারও।
এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, শরাফ হাউসে সেন্ট্রাল ব্যাঙ্কের দফতর রয়েছে। উপরে ছিল রান্নাঘর। সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, মিনিট পনেরোর মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন এত ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছু অংশ খসে পড়তে শুরু করে। পর পর চারটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ ঘটে আগুন লাগে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Jibankrishna Saha Update: মোবাইল থেকে উদ্ধার তথ্য! এবার জীবনকৃষ্ণ সাহাকে জেলে গিয়ে জেরা করতে চায় CBI
এই অগ্নিকাণ্ডের ফলে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্থানীয়দের দাবি, এমনিতেই পুরনো নির্মাণ। তার উপর বেআইনি ভাবে লাগাতার নির্মাণকার্য চালানো হয়েছে। আগুন লাগার পর ছাদের কিছু অংশ ভেঙে পড়তে শুরু করে করে এক এক করে। দাউ দাউ করে আগুন জ্বলছে। এমনই জায়গায় রান্নাঘরটি রয়েছে, সেখানে উঠতে হিমশিম খান দমকলকর্মীরা।
আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বিভাগকে
আগুন নেভাতে এর পর পাশের একটি বাড়ির ছাদে ওঠেন দমকলকর্মীরা। সেখান থেকে জল ছোড়া হয়। তার পর দমকলের একটি দল কোনও রকমে উঠতে পারেন উপরে। তাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে ধারণা জন্মায়। কালো ধোঁয়া কেটে গিয়ে সাদা ধোঁয়া বেরোতে শুরু করে। কিন্তু পর মুহূর্তেই অন্যত্র ছড়িয়ে পড়ে আগুন। ফলে আবারও কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।