কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রভাবশালী নেতাদের (Recruitment Scam)। শুধু স্কুলে নয়, রাজ্যের বিভিন্ন পুরসভাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে বিভিন্ন পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে এ বার তৎপর হল বাংলা সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) তদন্তের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন (KMC)।


বিভিন্ন দফতরকে তথ্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ


চাকরি বিক্রির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দফতরকে তথ্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ। সংবাদমাধ্যমে সে কথা জানালেন তিনি। ফিরহাদের বক্তব্য, "আদালত এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। নিয়োগ  দুর্নীতি রুখতে পদক্ষেপ করছে পুরসভা। মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখন পুরসভায় চাকরি হয়। ডিএম-এর তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।"


তদন্ত নিয়ে ফিরহাদ বলেন, "আমরা বিভিন্ন বিভাগকে বলেছি, কী তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিতে হবে। কী কাগজ আছে দেখে রাখতে হবে। এখনও আদালত কোনও নির্দেশ দেয়নি। তাই আগ বাড়িয়ে এখনই কিছু করছি না। কিন্তু নিশ্চিত ভাবে সত্যিই কোথাও দুর্নীতি হয়েছে কিনা, পুরসভায় কিছু তেমন ঘটেছে কিনা, দেখতে বলেছি।"


আরও পড়ুন: SSC Case: কারও থেকে ৬ লক্ষ, কারও থেকে ১০ লক্ষ! নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় হুগলির আরও এক নেতা


রাজ্যের ৬০ পুরসভায় ৫ হাজারের বেশি চাকরি বিক্রি হয়েছে বলে সম্প্রতি আদালতে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা জানায়,   শিক্ষক নিয়োগের মতোই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে পুরসভার কর্মী নিয়োগেও। বেশ কিছু অযোগ্য় চাকরিপ্রাপক, যাঁরা কিনা পরীক্ষায় বসা তো দূর, ফর্ম ফিল আপ পর্যন্ত করেননি। তাঁরাও টাকার জোরে চাকরি পেয়েছেন। 


ইডি সূত্রে দাবি, অয়ন শীলের সল্টলেকের ঠিকানায় তল্লাশি চালিয়ে একাধিক পুরসভার কাউন্সিলরের অফিসের মজদুর পদে চাকরির জন্য OMR উত্তরপত্রের নথি মিলেছে। চাকরিপ্রার্থীদের সই করা উত্তরপত্র পাওয়া গিয়েছে। এছাড়াও অয়নের সল্টলেকের ঠিকানা থেকে মিলেছে, একটি সাদা ড্রাফট লেটার, যেটি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লেখা। সেখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে বলে ইডি সূত্রে দাবি।


অয়নের সংস্থার তরফে দমদম পুরসভাকে দেওয়া একটি চিঠির কপি মিলেছে

কেন্দ্রীয় সংস্থার দাবি, অয়নের সংস্থা, ABS ইনফোজোনের তরফে দমদম পুরসভাকে দেওয়া একটি চিঠির কপি মিলেছে। পুরসভার পরীক্ষার OMR শিট কলেজস্ট্রিটের একটি প্রিন্টিং থেকে প্রিন্ট করাতেন অয়ন। পরীক্ষার ব্যাবস্থাপনা থেকে চাকরিতে যোগদান সবেরই দায়িত্বে থাকতেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ এই প্রোমোটার।