মুম্বইঃ নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছিলেন এক ৬ বছরের ছোট্ট ক্ষুদের। মুম্বইয়ের ভেঙ্গানি রেলওয়ে স্টেশনের একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল ২ বছর আগে। যেখানে দেখা যাচ্ছিল যে নিজের অন্ধ মাকে নিয়ে এক শিশু প্ল্যাটফর্ম দিত্যে হেটে যাচ্ছিল। কিন্তু আচমকাই সেই সময় ৬ বছরের ছোট্ট ছেলেটি প্ল্যাটফর্ম থেকে পড়ে যায় রেললাইনে। এরপর উল্টোদিক থেকে তখন একটি ট্রেন আসছিল। ছোট্ট ছেলেটি কোনওভাবেই প্ল্যাটফর্মে উঠতে পারছিল না। দূর থেকে ঘটনাটি চোখে পড়ে সেই রেলস্টেশনে কর্মরত ময়ূর শেলকের। তিনি তৎক্ষণাৎ কিছু না ভেবেই ছেলেটিকে বাঁচাতে। ট্রেন একদম বিপদসীমায় আসার আগেই ছোট্ট ছেলেটিকে নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন ময়ূর। সেই ঘটনার ভিডিও ক্লিপিংস ২ বছর পরে নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ময়ূরকে স্যালুট জানিয়েছেন লক্ষ্মণ। 


 






সেই বীরের মত কাজের জন্য রেলওয়েজের তরফ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল ময়ূরকে। কিন্তু তিনি সেই অর্থেরও অর্ধেক সেই ছোট্ট বালকটির পড়াশুনার জন্য দিয়ে দিয়ে নিজের মহানুভবতার আরও একবার প্রমাণ দিয়েছিলেন। নিজের ট্যুইটে তারও উল্লেখ করেন লক্ষ্মণ। 


নাইটদের অনুশীলনে নজরে শুধুই রাসেল


প্রথম দিনের অনুশীলনে তাঁর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়দিন তাই সবার ফোকাস ছিল তাঁর দিকেই। তিনি এলেন, কিন্তু মাঠে নামতে পারলেন না। তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা আন্দ্রে রাসেল। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। তবে বৃষ্টি তাল কাটল অনুশীলনের ২ দিনই। যার জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যাদবপুর ক্যাম্পাসের বদলে ইডেনের ইন্ডোরে চলল অনুশীলন।


দিনের অনুশীলনে অবশ্য ইন্ডোরেই গা ঘামালেন ক্যারিবিয়ান সুপারস্টার। বেরিয়ে যাওয়ার সময় গুটিকয়েক সাংবাদিক ও শ খানেক নাইট সমর্থক। রাসেলকে দেখতে পেয়েই সমর্থকদের চিৎকার। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই বৃষ্টি শুরু। তবুও প্রিয় দলের প্রিয় তারকা যখন শহরে, তখন তাঁকে দেখার তো বাড়তি টান থাকবেই। তাই বৃষ্টি উপেক্ষা করেই কিছু নাইট সমর্থক ইডেনে এসেছিলেন। কড়া বেষ্টনী টপকে আসা অসম্ভব। তাই দূর থেকেই রাসেলকে দেখে উল্লাসে ফেটে পড়েন তাঁরা। 

গতকাল থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে নাইট শিবির। রাসেল ছাড়াও শিবিরে যোগ দিয়েছেন রিঙ্কু সিংহ, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ারও। গতকাল প্র্যাক্টিসে হালকা চোট পেয়েছিলেন। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এদিন হাসিমুখেই দেখা গেল আইয়ারকে। চোট তেমন গুরুতর নয় বোঝা গেল। সুনীল নারাইন এখনও আসেননি। সূত্রের খবর, আগামী ২৫ মার্চ হয়ত দলের সঙ্গে যোগ দেবেন তিনি।