iQoo Z7 5G: আইকিউওও জেড৭ ৫জি (iQoo Z7 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর এই ৫জি ফোনই (iQoo 5G Phone) প্রথম মডেল যা কেবলমাত্র ভারতের জন্য তৈরি হয়েছে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দুটো রঙে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার এই ফোন। অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে কেনা যাবে আইকিউওও জেড৭ ৫জি ফোন। 


ভারতে আইকিউওও জেড৭ ৫জি ফোনের দাম


এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Norway Blue এবং Pacific Night- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। ব্যাঙ্ক অফারের মাধ্যমে ৬ জিবি ভ্যারিয়েন্ট ১৭,৪৯৯ টাকায় এবং ৮ জিবি মডেল ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে। 


আইকিউওও জেড৭ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13 out-of-the-box- এর সাহায্যে পরিচালিত হবে আইকিউওও জেড৭ ৫জি ফোন। 

  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে আইকিউওও জেড৭ ৫জি ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত) রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • আইকিউওও সংস্থার নতুন ফোনের ইন্টারনাল ১২৮ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের Flash Charge সাপোর্ট রয়েছে। 


Realme C55: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের (Realme Smartphone) নতুন ফোন রিয়েল সি৫৫। আগামী ২৮ মার্চ থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি সি৫৫ ফোনের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। Sun shower এবং Rainy Night- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন। জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- রিয়েলমির নতুন ফোনে 'মিনি ক্যাপস্যুল' ফিচার, কী সুবিধা পাবেন ইউজাররা? দিতে হবে না অতিরিক্ত দাম