কলকাতা : খাস কলকাতায় ( Kolkata News ) ডাকাতির আতঙ্ক।  ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউতে। বাড়িতে ঢুকে লুঠপাটের চেষ্টা চালায় একদল ।  লুঠপাট না করতে পেরে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। এই ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গৃহস্থের বিশ্বস্ত বড় পুরাতন ভৃত্যকে ঢাল করেই কি নিরাপত্তার ফাঁক গলে একেবারে ব্যবসায়ীর ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা? কলকাতার অভিজাত লেক অ্যাভিনিউ এলাকায় ভর সন্ধেয় যে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ উঠে আসছে, তাতে এই সম্ভাবনাই জোরাল হচ্ছে।


পুলিশ সূত্রে খবর, গত ৫ বছর ধরে ৬৮ নম্বর লেক অ্যাভিনিউতে, ব্যবসায়ীর ওপরতলার ফ্ল্যাটে সাফাই কর্মীর কাজ করে আসছেন ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা সঞ্জয়। ব্যবসায়ীর দাবি, গত কয়েকদিন ধরেই কাজ চেয়ে ফোন করছিলেন ওই সাফাইকর্মী। সেইমতো বৃহস্পতিবার সন্ধেয় আসতেও বলেন তিনি। ব্যবসায়ীর অভিযোগ, ওই সাফাই কর্মীই দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। সিঁড়ির কাছে লুকিয়ে ছিল তারা।


ন'তলার ঝাঁ চকচকে আবাসন আগাগোড়া সিসিটিভির নজরদারিতে ঘেরা। গেটে নিরাপত্তারক্ষীর কাছে জমা থাকা খাতায় সই করে করে ঢুকতে হয় বহিরাগতদের। ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে খবর, সাফাই কর্মীর পরিচিতির সুযোগ কাজে লাগিয়ে একেবারে ওপরতলার ফ্ল্যাটে হানা দেয় দুই দুষ্কৃতী। 


ফ্ল্যাটের গেট খুলতেই গৃহকর্তার গলা টিপে ধরা হয়। অভিযোগ টেপ দিয়ে ব্যবসায়ীর মুখ বন্ধ করার চেষ্টা করে দুষ্কৃতীরা।  ব্যবসায়ীর স্ত্রী তা দেখে চিৎকার শুরু করতেই, দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়ে পালায় । সূত্রের খবর, 'গুলি'তে কেউ আহত হয়নি। 


রাতেই সাফাই কর্মী-সহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে দাবি, ধৃত তিনজনই আদতে ভিন রাজ্য়ের বাসিন্দা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটক ৩ জনই  ভিন রাজ্যের বাসিন্দা, দাবি পুলিশের।  


২৭ দিনের মধ্যে ৩-৩ বার শ্যুটআউট কলকাতায়? রাজ্য়ের রাজধানী শহরে বাড়ছে বন্দুকবাজের দৌরাত্ম্য? লেক অ্যাভিনিউতে লুঠপাটের চেষ্টায় শ্যুটআউটের অভিযোগে এই প্রশ্নই জোরাল হচ্ছে।  


আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 


আরও পড়ুন : Best Stocks To Buy: তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ