সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ১১ দিনে ৩ বার। ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ক্যামাক স্ট্রিটের রেস্তোরাঁ, কসবার অ্যাক্রোপলিস মলের পর এবার গার্স্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল। এদিকে, ২৪ ঘণ্টা হয়ে গেছে, এখনও গার্স্টিন প্লেসের এই বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া। কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে, রাত ভর কাজ করেছেন দমকল কর্মীরা। এখনও আগুনের উৎসে পৌঁছনো সম্ভব হয়নি।


এদিকে, ১০০ বছরের পুরনো বাড়িটি যেকোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার জন্য খবর দেওয়া হয়েছে পুরকর্মীদের। গতকাল ভোর রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে গার্স্টিন প্লেসের এই পুরনো বাড়িতে। একটি ঘরে মজুত ছিল রাসায়নিক, ফলে দোতলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।                                          


শনিবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে ৫ গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে। জানা গিয়েছিল, একটি ঘরে মজুত ছিল রাসায়নিক। ফলে দোতলায় লাগা আগুন নিমেষে ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাড়িটিতে থাকত ৭টি পরিবার। দ্রুত নীচে নেমে আসেন বাড়ির তারা। 


আরও পড়ুন, স্থগিত NEET-PG এন্ট্রান্স, শিক্ষার্থীদের পাশে রাহুল, মোদিকে কড়া বার্তা


বহু পুরনো এই বাড়ির এক পাশে রয়েছে সেন্ট জনস চার্চ অন্য়দিকে রয়েছে কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকের সমাধি। বাড়ির অদূরেই ব্যাঙ্কশাল আদালত। বিধ্বংসী আগুনে নিমেষে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। বাড়িটির একতলা ও দোতলায় রয়েছে আইনজীবীদের চেম্বার ও বেশ কিছু অফিস। আগুনে ভস্মীভূত হয়ে গেছে একতলা ও দোতলা। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাউন্ড ফ্লোর।


বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আইনজীবীদের চেম্বার। দমকলমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছতে বিক্ষোভে ফেটে পড়েন তাদের একাংশ।বাড়িটি প্রোমোটিং করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর জানালা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা।                                                  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে