কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নজিরবিহীন কাণ্ড এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Examination 2023)। রেওয়াজ ভেঙে, এ বছর মাধ্যমিকের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (West Bengal HS Exam)। উচ্চ মাধ্যমিকে এ বার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। সেই তুলনায় মাধ্যমিক পরীক্ষায় এ বারে পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লক্ষ (Madhyamik Exam 2023)।
মাধ্যমিক পরীক্ষায় এ বারে পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লক্ষ
সচরাচর দেখা যায় যে, বরাবর উচ্চ মাধ্যমিকের চেয়ে মাধ্যমিক পরীক্ষাতেই পরীক্ষার্থীর সংখ্যা বেশি থেকেছে। এই প্রথম উলটপুরাণ হতে চলেছে। যদিও এর জন্য করোনার জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতিতেই দায়ি করছেন শিক্ষাবিদরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও তেমনই মনে করছে। তাদের মতে, করোনার সময় মাধ্যমিকে ১০০ শতাংশ পাস করানোতেই এমন নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে (HS Exam 2023)।
অর্থাৎ এ বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকের চেয়ে প্রায় দেড় লক্ষ বেশি। যদিও ধারাবাহিক ভাবে এতদিন মাধ্যমিকেই পরীক্ষার্থীর সংখ্যা থেকেছে। কখনও কখনও তা ১০ এমনকি ১১ লক্ষেও পৌঁছে যেতে দেখা গিয়েছে। ২০২১ সালে করোনার জেরে সকলকে পাস করিয়ে দেওয়ার নীতিই এই রদবদলের কারণ বলে মনে করা হচ্ছে। তাতে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে গিয়েছে বলে মত শিক্ষাবিদদের।
আগামী ১৪ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাংলায়। পরীক্ষা শেষ হচ্ছে ২৭ মার্চ। এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। তার মধ্যেই এমন অভাবনীয় তথ্য সামনে এল। তার জন্য ৬ মার্চ সকাল ১১টা থেকে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে। শুরুতে যদিও ১ মার্চ অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন মাধ্যমিক পরীক্ষা থাকায় পরে দিন পাল্টানো হয়।
আগামী ১৪ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাংলায়
এর আগে, করোনাকালে ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর পরীক্ষা হলেও, এই প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI