কলকাতা: 'বলেছিলাম কলকাতাকে (kolkata) লন্ডন (london) করব, তার থেকেও ভালো করেছি', রেড রোডের (Red Road Protest) ধর্না থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  (CM Mamata Banerjee) । 'লন্ডনে একটা হাইড পার্ক ও কয়েকটি চিপসের দোকান  রয়েছে। আমি নিজে হেঁটে দেখে এসেছি। আর আমাদের ইকো ট্যুরিজম পার্কটি গিয়ে দেখে আসুন', স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর।


আর কী বললেন?
বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের প্রসঙ্গে বলতে গিয়ে বাম ও কংগ্রেস আমলের তুলনা টেনে আনেন মমতা। ছাড়েননি কেন্দ্রের বিজেপি সরকারকেও। তাঁর কথায়, 'ওঁরা তো বিমান কেনা ও পার্লামেন্টের নামে বাড়ির ভিতর পর্যন্ত সুড়ঙ্গ বানায়।' এর পরই একশো দিনের কাজের টাকা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, 'মহম্মদ বিন তুঘলকের কথা মনে আছে? কখনও রাজধানী কলকাতা, কখনও দিল্লি। ওঁর মনে হল, করলেন। এই বিজেপি সরকারও তাই।' এতেই শেষ নয়। প্রত্যক্ষ ভাবে নাম না দিয়েও ফের অশান্তি বাধানোর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'আমি স্পষ্ট বলেছিলাম, একদিকে যেমন অন্নপূর্ণা পুজো চলছে তেমনই অন্য দিকে রোজা চলছে। তাঁদের পরিবার রমজান করে, উপবাস করে।...বার বার বারণ করেছিলাম।' চলে যান নিজের দিল্লি ও বিদেশে নিজের অভিজ্ঞতার কথাতেও। মমতার মতে, বার বার নানা ভাবে তাঁকে অপদস্থ করার চেষ্টা চলেছে। এর পরই প্রশ্ন, 'কই এসব করলে দোষ হয় না? কিন্তু কেউ যদি বিদেশে গিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না, তা হলেই দোষ হয়ে যায়?'


আক্রমণ কেন্দ্রের...
শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে দফায় দফায় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, 'রাজ্যের প্রাপ্য টাকা জিএসটি-র মাধ্যমে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছি। আমাদের সাংসদরা গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।' তাঁর অভিযোগ, 'বিজেপিশাসিত রাজ্য ছাড়া অন্যত্র অনেক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। সব থেকে বেশি প্রকল্প বন্ধ হয়েছে এই রাজ্যে।' মুখ্যমন্ত্রীর দাবি, এই রাজ্যে অন্তত ৬৩টি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। তাঁর দাবি, 'বাংলা ১০০ দিনের কাজে পাঁচ বার প্রথম হওয়ার পরেও সব টাকা বন্ধ। মানুষকে কাজ করিয়ে নিয়েও তাঁদের ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়নি।' আসে গ্রাম সড়ক যোজনার কথাও। মুখ্যমন্ত্রী বলেন, 'গ্রামের সড়ক যোজনায় চারবার প্রথম হওয়ারও পর টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি।' কেন্দ্রীয় দল আসা নিয়েও এদিন সুড় চড়ান তৃণমূলনেত্রী। তাঁর মতে, দেড় বছরে ১৬০টি কেন্দ্রীয় দল এলেও কাজের কাজ কিছুই হয়নি। এর পরই আদানি-প্রশ্নে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান তিনি। শুধু নির্বাচনের সময় এসে 'বড় বড় কথা' বলার অভিযোগও আনেন  মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন:'আদানির জন্য এলআইসি বেচে দিলেন', ফের কেন্দ্রকে আক্রমণ তৃণমূলনেত্রীর