ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আজ  গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনবমী (Ram Navami)। বাংলার (West Bengal) বিভিন্ন প্রান্তে মিটিং মিছিলের আয়োজন ছিল। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ধর্মীয় শোভাযাত্রা বের হচ্ছে। তবে অনুব্রতগড়ে এ এক অন্য চিত্র। দুবরাজপুরের পর বোলপুরেও (Bolpur) এবার রামনবমীর মিছিলে মিলেমিশে গেল বিজেপি (BJP) তৃণমূল (Trinamool)। 


বৃহস্পতিবার বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ এর নেতৃত্ব বিজেপি নেতা কর্মীরা মিছিল করে। সেই মিছিলে বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ সহ অনান্য নেতারা যোগ দেন এবং এক সঙ্গে মিছিল করে বোলপুর ঘোরেন।                            


অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরে রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে পা মেলাল তৃণমূল-বিজেপি। সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল বিজেপি বিধায়ক এবং স্থানীয় দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, বিজেপি কর্মী সমর্থক ও তৃণমূল কর্মী সমর্থকরা সবাই একত্রিত হয়ে একত্রিত হয়ে এদিন রামনবমীতে শামিল হয়েছেন। যদিও তাদের এই রামনবমী উদযাপনে কোনরকম রাজনৈতিক পতাকা দেখা যায়নি।                                   


রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন:


বালুরঘাটে (Balurghat) রামনবমীর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও মৌলালির রামলীলা পার্কে মিছিলে অংশ নেবেন। রামনবমী উপলক্ষ্যে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে হাওড়া ও খড়গপুরে। এছাড়াও, রাহুল সিন্হা, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।                                          


আরও পড়ুন, আজ রামনবমী, রাজ্যজুড়ে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির


প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির শুভেচ্ছা:


এদিন রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, ত্যাগ, তপস্যা, সংযম এবং সংকল্পের উপর তৈরি ভগবান শ্রী রামচন্দ্রর জীবন সব যুগেই মানবকার প্রেরণাশক্তি। এর আগে রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জীবনে ভগবান রামের আদর্শ মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।