কলকাতা: হাজরা মোড়ের কাছে এয়ার গান সহ এক ব্যক্তিকে আটক করা হল। পরে যদিও তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়েছিল এক যুবককে। তাঁর কাছ থেকে একটি এয়ারগান পাওয়া যায়। এয়ারগান-সহ কেন ঘোরাঘুরি করছেন সেই যুবক, তা জানতে চায় পুলিশ। যদিও এয়ারগানের লাইসেন্স দেখানোর পরে ছেড়ে দেয় পুলিশ।

Continues below advertisement

ঠিক কী হয়েছিল? 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। সেদিন সকালে দেবাঞ্জন নামে একজনকে হাজরা মোড়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এরপর সল্টলেকের বাসিন্দা সেই বাসিন্দাকে সন্দেহজনক ভেবে আটক করে পুলিশ। সেই ব্যক্তিকে কালীঘাট থানায় নিয়ে আসা হয়। এরপর দেবাঞ্জনের ব্য়াগ থেকে উদ্ধার করা হয় এযারগান জিজ্ঞাসাবাদের মুখে নিজেকে শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য বলে জানায় দেবাঞ্জন। 

Continues below advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিজেকে ডন বস্কো স্কুলের শিক্ষক বলেও পরিচয় দিয়েছেন দেবাঞ্জন। জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় দেবাঞ্জন চট্টোপাধ্যায়কে। তবে পুলিশ সূত্রে আরও একটি বিষয় জানা গিয়েছে যে আটক হওয়া সেই ব্যক্তি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

কলকাতা বিমানবন্দরে আটক হয়েছিল শাসক দলের নেতা

কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরে অস্ত্র-সহ আটক করা হয়েছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। কলকাতা বিমানবন্দরে CISF-এর হাতে ধৃত পূজালির ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম। তৃণমূল নেতার লাগেজ ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ। তৃণমূল নেতাকে এনএসসিবিআই থানার হাতে তুলে দিয়েছিল সিআইএসএফ। লাইসেন্স রয়েছে, জানিয়েছেন শেখ আমিরুল ইসলাম, দাবি পুলিশের। জেনারেল ডায়েরি করা হয়েছে, গোটা বিষয়টি পাঠানো হয়েছে আদালতে। ৭ দিনের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেখতে চেয়েছিল পুলিশ।

তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ

বাইশ সালে উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র।এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার ছিল। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখেছিল তৃণমূল।পাল্টা তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ করেছিল বিজেপি।