সৌভিক মজুমদার, কলকাতা: দমকলের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার সেই নিয়োগ-দুর্নীতি মামলায় পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)।
কী কারণে জরিমানা:
হলফনামা জমা দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় চেয়েছে পাবলিক সার্ভিস কমিশন, সেই কারণে জরিমানা করা হয়েছে। তার সঙ্গেই ফায়ার অপারেটর (Fire Operator) পদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট।
এর আগেও সময় চেয়েছিল পিএসসি:
১১ জুলাই, আইনজীবী বদল হওয়ার কারণে, আদালতে হলফনামা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছিল পিএসসি'র তরফে। আদালত সেই আর্জি মঞ্জুর করেছিল। তারপর আজ, সোমবার ফের শুনানি হয় বিচারপতি হরিশ টন্ডন ও শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে। সেখানে হলফনামা জমা দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় চাওয়া হয় পিএসসির তরফে। তারপরেই বারবার সময় চাওয়ার জন্য় পাবলিক সার্ভিস কমিশনকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি হরিশ টন্ডন। চলতি সপ্তাহের মধ্যে জরিমানার টাকা রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে জমা দিতে হবে। জরিমানার শর্তেই হলফনামা জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ বাড়তি সময় দেয় কলকাতা হাইকোর্ট। ৩ সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে।
অন্তর্বর্তী স্থগিতাদেশ:
গত সপ্তাহে ফায়ার অপারেটর পদে নিয়োগের উপর, অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ২ সপ্তাহ বাড়িয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিন, সেই মেয়াদ আরও চার সপ্তাহ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিচারপতি।
কী অভিযোগ ছিল:
২০১৮ সালে ফায়ার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষার ফল ঘোষণা হয় ২০১৯-এ। মামলাকারীদের অভিযোগ, সংরক্ষণ, খেলোয়াড় কোটায় বিশেষ সংরক্ষণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশ করে দেওয়া হয়। এই অভিযোগ নিয়ে চাকরিপ্রার্থীরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (SAT) দ্বারস্থ হন। কিন্তু সেখানে- মামলা খারিজ হয়ে যায়। তারপরেই কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: বারুইপুরে চুরির ঘটনায় গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ী