কলকাতা: জয়নগরকাণ্ডে এবার কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আগামীকাল কল্যাণী এইমসে এসিজেএম-এর উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের।


আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, 'কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়নাতদন্ত। কল্যাণী এইমসের চিকিৎসকরাই জেএনএম হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত করবেন। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।' মৃতদেহের চালান-সহ সবকিছু কল্যাণী এইমসের সুপারকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বেলা পৌনে ১২টার মধ্যে কল্যাণীতে মৃতদেহ পৌঁছনোর নির্দেশ হাইকোর্টের।


জয়নগরকাণ্ডে এইদিন হাইকোর্ট রাজ্যকে প্রশ্ন করে, 'কেন পকসো যুক্ত করা হয়নি? ঘটনায় পকসো আইনের ধারা যুক্ত করুন'। মামলার নথি ও অভিযুক্তকে পকসো আদালতে পেশের নির্দেশ হাইকোর্টের। 'আদালত রেকর্ডের ওপর ভিত্তি করে কাজ করে। বিচার কোন জাদুকাঠি নয় যে, এখনই চাইলে এখনই হয়ে যাবে, এটা ধাপে ধাপে হয়। অনেকে মনে করেন, তাঁরা যাকে মনে করছেন, তাঁকেই শাস্তি দিতে হবে', এটাই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাছে সব থেকে বড় সমস্যা, মন্তব্য বিচারপতির।


অন্যদিকে, জয়নগরে নিহত বালিকার পরিবার ইতিমধ্যেই পুলিশে আস্থা নেই জানিয়ে সিবিআই তদন্ত চেয়েছেন এই ঘটনায়। 'পুলিশ সঠিক ভাবে তদন্ত করেনি বলেই বাঁচানো যায়নি মেয়েকে। পুলিশের সহযোগিতা পেলে মেয়েটাকে বিসর্জন দিতে হত না। হাতেপায়ে ধরেও কাজ হয়নি। সাহায্যের পরিবর্তে আত্মীয় পরিজনদের মারধর করেছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ জয়নগরের নিহত বালিকার মায়ের।  'পুলিশ নয় সিবিআই তদন্ত করুক, আর জি কর কাণ্ডের মতোই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ জয়নগরের নিহত বালিকার দিদিমার।


অন্যদিকে, জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও অভিযান বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ব্যারিকেড ভাঙার চেষ্টা। জয়নগরকাণ্ডে গিরিশ পার্কে বিক্ষোভ-অবস্থান বিজেপির মহিলা মোর্চার। মোটের ওপর আরজি কর ঘটনার পরে যখন ক্ষোভে ফুঁসছিল গোটা পশ্চিমবঙ্গ, তখন সেই আগুনে যেন নতুন করে ঘি ঢালল জয়নগরকাণ্ড।


আরও পড়ুন: West Bengal News Live: সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে জয়নগরের নাবালিকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।