সত্যজিৎ বৈদ্য, কলকাতা: রাতের শহরে ফের পথ দুর্ঘটনা (Road Accident)। এ বার পুলিশের গাড়িতেই ধাক্কা বেপরোয়া গাড়ির (Car Rams into Police Jeep)। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে রাস্তায় বেরনোর অভিযোগ চালকের বিরুদ্ধে। তাতে দু’জন গুরুতর আহত হয়েছেন।


বাঘাযতীন (Baghajtin) উড়ালপুল থেকে নামার মুখে হাইল্যান্ড পার্কের (Hiland Park) কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটে শুক্রবার রাত সাড় ১১টা নাগাদ। পুলিশ (Police) জানিয়েছে, উড়ালপুল থেকে নেমে প্রথমে পুলিশের কিয়স্কে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়িতে। তার পর পর পর দাঁড়িয়ে থাকা দু’টি পুলিশের গাড়িতেও সজোরে ধাক্কা মারে।


আরও পড়ুন: Malda News: খেলতে খেলতে হাসপাতালের ৬ তলার রেলিং থেকে পড়ে মৃত্যু শিশুর


সার্ভে পার্ক থানার (Survey Park Police Station) পুলিশ ওই গাড়ির চালককে গ্রেফতার (Arrest) করেছে। তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন (Drunk Driving) এবং তার জেরেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার সময় ওই গাড়িতে মোট চার জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন গুরুতর জখম হয়েছেন।


পুলিশ এবং প্রশাসনের তরফে লাগাতার সতর্কতা অভিযান চালানো হলেও, শহরে বেপরোয়া গতিতে লাগামের কোনও লক্ষণ নেই। সম্প্রতি সম্প্রীতি উড়ালপুলে (Sampriti Flyover) গতির বলি হন এক মোটরসাইকেল আরোহী।  নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে মোটর সাইকেলটি। তাতে এক জন উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান। অন্য জন ছিটকে পড়েন উড়ালপুলের উপরেই। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই দু’জনের মধ্যে এক জনকে বাঁচানো যায়নি। 



শুক্রবার রাতে যে বাঘাযতীন উড়ালপুল থেকে নামার মুখে দুর্ঘটনা ঘটেছে, তার ঠিক পিছনেই পাটুলি মোড়ে সম্প্রতি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেখানে দাঁড়িয়ে থাকা বাসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। তাতে ঘটনাস্থলেই এক জন মারা যান। আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়।