সত্যজিৎ বৈদ্য ও ঝিলম করঞ্জাই, কলকাতা : কসবার (Kasba) রাজডাঙায় প্রবীণদের নার্সিংহোমে লিফট দুর্ঘটনা। এক চিকিৎসকের আঘাত গুরুতর। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে (Private Nursing Home) চিকিৎসাধীন আহত চিকিৎসক। 


কসবায় প্রবীণদের নার্সিংহোমে লিফট দুর্ঘটনা। আহত নার্সিংহোমেরই মেডিসিন বিভাগের চিকিৎসক (Doctors Accident) অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী। আহত চিকিৎসকের আঘাত গুরুতর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সোমবার দুপুরে আচমকা তার ছিঁড়ে হুড়মুড়িয়ে পড়ে রাজডাঙার ওই নার্সিংহোমের লিফট। সেই সময় লিফটেই ছিলেন চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী। বিকট শব্দে ছুটে আসেন হাসপাতালের কর্মী ও স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। দমকল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। 


গুরুতর আহত চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয় মঙ্গলবার সকালে। মৃতের নাম চৈতালি মিত্র। গতকাল দুপুরে নিজেদের নার্সিংহোমের লিফটের তার ছিঁড়ে চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী চৈতালি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চৈতালির মাথায় গুরুতর আঘাত লাগে। রাত সোয়া ২টো নাগাদ মৃত্যু হয় বছর বাহান্নর ওই মহিলার। 


বেসরকারি নার্সিংহোমে লিফটের রক্ষণাবেক্ষণের অভাবেই কি ঘটল এমন দুর্ঘটনা ? প্রশ্ন উঠতে শুরু করেছে। 


গত এপ্রিল মাসেই লিফট ছিঁড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু (Death) হয়েছিল। পার্কস্ট্রিটের (Park Street) ওম টাওয়ারে চলছিল লিফট মেরামতির কাজ । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য  তিন নম্বর লিফটটি ওপরে উঠে যায়। বিল্ডিংয়ের লিফট অপারেটর রহিম ভিতরের দিকে মাথা এগিয়ে দেখছিলেন। লিফট ছিঁড়ে তাঁর ওপর পড়ে গেলেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।                                            


আরও পড়ুন- ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার


প্রসঙ্গত, মানুষেরই তৈরি যন্ত্র। তবে নিয়ন্ত্রণ হারাতেই সেই যন্ত্রের হাতেই প্রাণ দিতে হল এক ব্যক্তিকে পার্কস্ট্রিটের লিফট দুর্ঘটনায়। সাম্প্রতিককালে এমন ভয়াবহ ঘটনা খুব কমই ঘটেছে। তবুও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল এদিন কলকাতা। সবথেকে বড় কথা স্বাভাবিক অবস্থাতেও নয়, মেরামতির সময়েই ঘটল দুর্ঘটনা। তবে বহুতল তৈরির সময়ে পা হড়কে এমন ঘটনার উদাহরণ হয়তো খুঁজলে পাওয়া যাবে। তবে এদিন শুধুই নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠল আবার। ঝুঁকে দেখার সময় কি মেনে চলা হয়নি নুন্যতম নিরাপত্তা ? কী করে ঘটল তাহলে এই দুর্ঘটনা ? প্রশ্নে উঠেছে।                              


আরও পড়ুন- অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না