প্রকাশ সিনহা, কলকাতা: একই দিনে দুই জায়গা থেকে উদ্ধার সোনা। উদ্ধার হওয়া সোনার (Gold) মূল্য কোটি টাকারও বেশি। একই দিনে কলকাতায় দুই জায়গায় সোনা পাওয়ায়, কলকাতায় ফের সোনা পাচারচক্র মাথাচাড়া দিচ্ছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। সোমবার কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) ও বড়বাজার এলাকা থেকে ওই সোনা ধরা পড়ে। দুটি ঘটনা মিলিয়ে গ্রেফতার হয়েছে ৩ অভিযুক্ত।
কত টাকার সোনা?
কলকাতা বিমানবন্দরে ২ ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা। আর বড়বাজার থেকে উদ্ধার হওয়া সোনার মূল্য ৮৮ লক্ষ টাকা।
শুল্ক দফতর সূত্রে খবর, সোমবার কলকাতা বিমানবন্দরে দুবাই (Dubai) ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক দফতরের অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই উদ্ধার হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বেআইনিভাবে আনা সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে। এটাই প্রথম নয়, গত কয়েক মাসে কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে উদ্ধার হয়েছে বহু মূল্যের সোনা।
জেরা করে আরও পর্দাফাঁস:
শুল্ক দফতর সূত্রে খবর, বিমানবন্দরে যে বাংলাদেশি (Bangladesh) নাগরিককে বেআইনি সোনা আনার অভিযোগ গ্রেফতার করা হয়েছে, তাঁকে জেরা করেই বড়বাজারের এক দোকানে সোনা পাচার হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। এরপর সোমবার রাতেই বড়বাজারের রাজাকাটরা এলাকায় এক দোকানে অভিযান চালান শুল্ক দফতরের অফিসাররা। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮৮ লক্ষ টাকা মূল্যের সোনা।
এত সোনা কেন নিয়ে যাওয়া হচ্ছিল? কোন রুটে আনা হয়েছে এই সোনা? আর কারা জড়িত এই পাচারচক্রে? এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে তদন্তকারীরা।
আরও পড়ুন: রাতের রাস্তায় চিকিৎসক 'নিগ্রহ', অভিযুক্ত কালচিনির বিডিও