ঝিলম করঞ্জাই, কলকাতা : ICU হস্তান্তর না করার অভিযোগ। যার জেরে ওটি (Operation Theater) থাকা সত্ত্বেও বছরের পর বছর হচ্ছে না মুখের জটিল অস্ত্রোপচার (Oral Operation)। আর আহমেদ ডেন্টাল কলেজে (R Ahmed Dental College) দুর্ভোগে রোগীরা। বিষয়টি নিয়ে পূর্ত দফতরের সঙ্গে কথা চলছে, জানিয়েছেন হাসপাতাল সুপার।


অপারেশন থিয়েটার রয়েছে। রয়েছে অপারেশন করার মতো রোগীও। কিন্তু হচ্ছে না একটিও অস্ত্রোপচার! রাজ্যের দন্ত চিকিৎসার অন্যতম উৎকর্ষ কেন্দ্রে আর আহমেদ ডেন্টাল কলেজে চূড়ান্ত রোগী ভোগান্তি। এই নিয়ে হাসপাতাল চত্বরে পড়েছে ডেন্টাল পড়ুয়াদের নামে লেখা পোস্টার।  


কেন এই সমস্যা? হাসপাতাল সূত্রে খবর, ২০১৮-য় হাসপাতালের ওরাল সার্জারি বিভাগে জটিল অস্ত্রোপচারের জন্য ওটির উদ্বোধন করা হয়। ওই সময় হাসপাতালের নিজস্ব ICU না থাকায় সঙ্কটজনক রোগীদের NRS-এ স্থানান্তরিত করা হত। পরবর্তীকালে হাসপাতালের নতুন ভবনে ICU তৈরি হয়। কিন্তু নতুন ভবনের একাংশ কোভিড ওয়ার্ড হয়ে যাওয়ায় ICU-কে তার অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে কোভিড ওয়ার্ড বন্ধ হয়ে গেলেও সেই ICU ওরাল সার্জারি বিভাগকে হস্তান্তর করা হয়নি। আর এর ফলেই গত ৩ বছর ধরে জটিল অস্ত্রোপচার করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। 


চলছে থাকা পরিস্থিতির জেরে প্রবল বিপাকে পড়ছেন আর আহমেদ ডেন্টাল কলেজে চিকিৎসার জন্য আসা রোগীরা। রোগীর দেখভাল সমস্ত কিছু হলেও অপারেশনের জন্য পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে হাসপাতালের অধ্যক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। প্রথমে এড়িয়ে গেলেও পরে বিষয়টি নিয়ে পূর্ত দফতরের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। 


এদিকে, সিএমআরআই হাসপাতালের (CMRI Hospital) বিরুদ্ধে জোড়া অভিযোগ স্বাস্থ্য কমিশনে (Health Commission)। স্বাস্থ্য কমিশনের গাইডলাইন না মেনে বিল করায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা। সাঁইথিয়ার এক রোগীর থেকে নিয়ম বহির্ভূত ভাবে টাকা নেওয়ার অভিযোগ। করোনা আক্রান্ত পুলিশকর্মীর মৃত্যু। পরিবারের সদস্যকে ৭ ঘণ্টা আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ। মামলার রায়দান স্থগিত করল স্বাস্থ্য কমিশন। নির্দিষ্ট প্যাকেজের থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ বেলঘরিয়ার জেনিথের বিরুদ্ধে। জেনিথ হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের।


আরও পড়ুন- বাস থেকে নামতে গিয়ে আঘাত, তা থেকে ১০ কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে বার করা হল মহিলার শরীর থেকে