অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সোমবার উদ্বোধন হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) অষ্টম স্টেশন শিয়ালদার (Sealdah)। এবার মেট্রো ছুটবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। এবার আগের তুলনায় যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
আগামীকাল উদ্বোধন হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন: দীর্ঘ অপেক্ষার অবসান। শেষমেশ, সোমবার উদ্বোধন হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদার। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। বৃহস্পতিবার থেকে এই মেট্রো দৌড়বে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত। দেশের মধ্যে ব্যস্ততম স্টেশন শিয়ালদা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। তার পাশেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে শিয়ালদা মেট্রো ( (Sealdah Metro Station) স্টেশন।
ইস্ট ওয়েস্ট মেট্রোর সব থেকে বড় স্টেশন শিয়ালদা। যাত্রী সুবিধার্থে কী কী থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে?
- কলকাতায় এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে ওঠা নামার সুবিধা। একে আইল্যান্ড স্টেশনও বলা হয়।
- স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর।
- যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট।
- যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার।
- মেট্রো রেল সূত্রে খবর, ২১ মিনিটের এই যাত্রাপথে ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ১০ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।
মেট্রো রেল সূত্রে খবর, নতুন করে যাত্রাপথ বাড়ছে ২ কিলোমিটারে (২.৩৩কিমি) বেশি। সব মিলিয়ে, যাত্রাপথ হয়েছে ৯ কিলোমিটারের(৯.০৩কিমি) একটু বেশি। ইস্ট-ওয়েস্ট মেট্রো শুরু থেকেই খুব একটা লাভের মুখ দেখেনি। মেট্রো কর্তৃপক্ষের আশা, এবার আগের তুলনায় অনেকটাই বাড়বে যাত্রী সংখ্যা। মনে করা হচ্ছে, প্রতিদিন ৫০ হাজার যাত্রী হবে। সেই ভাবনায় মেট্রোর সার্ভিস সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। এবার থেকে সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিলবে পরিষেবা। অফিস টাইমে ১৫ মিনিট ও অন্য সময়ে ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
আরও পড়ুন: Hooghly : চিকিৎসা শুরু করতে দেরি ? শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে রোগিণীর মৃত্যু ঘিরে তাণ্ডব