রঞ্জিত সাউ, কলকাতা: ফের বেপরোয়া গতির (Reckless speed) ফলে দুর্ঘটনা (accident)। বেপরোয়া গতিতে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি (food truck)। ঘটনায় আহত এক। ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন (Newtown) ট্রাফিক গার্ডের পুলিশ। 


নিউটাউনে দুর্ঘটনা


ফের দুর্ঘটনা। নিউটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি (Lorry), আহত এক। আজ অর্থাৎ সোমবার সকালে ঘটনাটি ঘটে। আজ সকালে নিউটাউনের ইউনিটেক বিল্ডিংয়ের সামনে নিউটাউন থেকে সাপুরজি যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলে উল্টে যায় লরিটি। ঘটনায় আহত হয়েছেন লরির চালক।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি সাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে খাদ্য সামগ্রী বোঝাই লরিটি। ঘটনাস্থলে নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ গিয়ে পৌঁছয়। আহত লরি চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।


আরও পড়ুন: Arjun Singh : ‘উপর থেকে নির্দেশেই আমায় ডাকা হয়নি' , পাটের দাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের আগে ফের হুঙ্কার অর্জুনের


পেট্রোলপাম্পে দুর্ঘটনায় মৃত্যু


গতকাল হাওড়ায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পেট্রোল পাম্প থেকে বেরনোর মুখে ডাম্পারের ধাক্কা (Petrol Pump Accident) লাগে। ভরদুপুরে হাওড়ায় বেঘোরে মৃত্যু  হয় দম্পতির (Death in Accident)। দুর্ঘটনার পরই দম্পতিকে তুলে নিয়ে হাসপাতালে ছোটেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। দম্পতির এমন মর্মান্তিক পরিণতিতে শোকগ্রস্ত পরিবার।


দিন তিনেক আগে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (Kanchankanya Express) চলন্ত ট্রেনে যাওয়ার সময়ে ছবি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন কলকাতার এক যুবক। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা দেখে তাঁকে ভেন্টিলেশনে রাখে।