Cyclone Asani Bangladesh LIVE : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’। মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ ‘অশনি’র অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার আর পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে। এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।  ঝড়টি যেকোনো সময় গতি বদলে বাংলাদেশ বা মিয়ানমারের দিকেও মুখ করে এগোতে পারে। যে কারণে আবহাওয়া দফতর থেকে সর্বক্ষণ এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।


কক্সবাজার উপকূল অঞ্চলে সতর্কতা জারি
আবহাওয়া দফতর দেশের প্রধান তিন বন্দর চট্টগ্রাম, পায়রা ও মোংলা এবং কক্সবাজার উপকূল অঞ্চলে সতর্কতা জারি করেছে।  বঙ্গোপসাগরে থাকা নৌকোগুলিকে সাবধানে ও উপকূলের কাছাকাছি স্থানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) একটি বুলেটিনে বলা হয়েছে: "দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর থাকা নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরে গেছে, একটি নিম্নচাপে পরিণত হয়েছে, যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং  সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় অশনি আরও ঘনীভূত হয়েছে।' 

আরও পড়ুন : Cyclone Asani LIVE : ‘অশনি’ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়, কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, শুরু তুমুল বৃষ্টি


কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
"নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে। বাংলাদেশের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অশনির পরোক্ষ প্রভাবে  উত্তর বঙ্গোপসাগর, সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলিতে  বইছে ঝড়ো হাওয়া । 


উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।  গভীর সাগরে না যেতেও পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ  মোকাবিলা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান ঢাকায় ঘূর্ণিঝড়ের প্রস্তুতি বিষয়ক এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যে আঘাত হানার পর বাংলাদেশের উপকূলের কিছু অংশে আঘাত হানতে পারে।


অন্যদিকে, ‘অশনি’র পরোক্ষ প্রভাবে আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায়।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।