কলকাতা: গড়ফায় বসে অস্ট্রেলিয়ায় 'প্রতারণা'-র ঘটনায় গ্রেফতার ১৫। বিভিন্ন অনলাইন সাইটে চাকরির নামে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ। বেআইনি কলসেন্টার খুলে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১৫। দুই জায়গায় তল্লাশি চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)।
শহরে চাকরির নামে প্রতারণা চক্রে গ্রেফতার খোদ পুলিশকর্মীও
তবে কখনও কখনও প্রতারণাকাণ্ডে নাম উঠেছে স্বয়ং রক্ষকেরও। প্রসঙ্গত, চলতি বছরেই মে মাসে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানোর গ্রেফতার হয়েছিলেন খোদ পুলিশকর্মী। পুলিশের জালে ধরা পড়েছিলেন এক সিভিক ভলান্টিয়ারও। স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে পুলিশকর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ ছিল। পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল। এই অভিযোগেই গ্রেফতার হয়েছিলেন বেনিয়াপুকুর থানার এএসআই এবং তাঁর স্ত্রী। উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয়েছিলেন ১ সিভিক ভলান্টিয়ারও। মোট ধৃতের সংখ্যা ৪। লালবাজারে অভিযোগ করার পরে গ্রেফতার হয়েছিলেন অভিযুক্তরা। ধৃত সিভিক ভলান্টিয়ারের নামে সৈকত দে। গ্রেফতার হয়েছিলেন বেনিয়াপুকুর থানার এএসআই সঞ্জীব দেড়ে ও তাঁর স্ত্রী বর্ণালী দেড়ে।
নিয়োগ দুর্নীতিও নাম শাসকদলের হেভিওয়েটদের
অপরদিকে, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। রাজ্যের শাসকদলের একের পর এক হেভিওয়েটের হাতে পড়েছে হাতকড়া। যদিও এনিয়ে এখনও তদন্ত এগিয়ে চলছে। তবে গতবছর এই মামলায় সবথেকে বড় মোড় নিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর। স্বাভাবিকভাবেই বরাবরা বিজেপির বঙ্গ নের্তৃত্ব বলে এসেছে, 'মাথারা কোথায় ? রাঘব বোয়ালদের ধরা হচ্ছে না কেন ?' এমনকি গ্রেফতারির পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু এই মন্তব্যের পরেই বাম-বিজেপির তরফে প্রশ্ন এসেছে, তাহলে ষড়যন্ত্রের মূল কারা রয়েছে ? তাঁদের নাম প্রকাশ করার।
আরও পড়ুন, INDIA-কে 'জঙ্গি গোষ্ঠী' বলে কটাক্ষ, বিকাশ রঞ্জনের নিশানায় মোদি
যদিও গ্রেফতারির পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে না পেলেও, পার্থ চট্টোপাধ্যায়কে মেডিক্যাল চেকআপের পথেই হোক, কিংবা আদালতে পেশের আগেই হোক, তিনি সব দিনই দলনেত্রীর প্রতি আস্থা প্রকাশ করেছেন। দেখতে দেখতে বছর গড়িয়ে গিয়েছে। যদিও নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফে। এমনকি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিয়েও কম জলঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতির অভিযোগে, তার পরিবার এবং তার মেয়েরও চাকরি চলে গিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে।